ঢাকার আমিন বাজার এলাকায় তুরাগ নদে ট্রলারডুবির ঘটনায় শিশুসহ তিনজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরিরা। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন কমপক্ষে পাঁচজন।
তিনি আরো বলেন, এখন পর্যন্ত তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে একজন নারী ও দুই শিশু রয়েছে। তবে তাদের পরিচয় শনাক্ত হয়নি।