আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল স্কোয়াডে ডাক পেয়েছেন টাইগার পেসার রুবেল হোসেন। দলের সঙ্গে স্ট্যান্ড বাই হিসেবে ওমানে গেলেও এখন মূল স্কোয়াডে ফিরেছেন তিনি। আজ শনিবার রাতে নির্বাচক প্যানেল রুবেল হোসেনের অন্তর্ভূক্তির কথা নিশ্চিত করেছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রুবেল ফেরায় বাংলাদেশ দলের এখন সদস্য সংখ্যা ১৬ জনে দাঁড়িয়েছে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশের স্কোয়াড :
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মোহাম্মদ নাইম শেখ, সৌম্য সরকার, লিটন কুমার দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, শামীম হোসেন পাটোয়ারী ও রুবেল হোসেন।