সাভারের আমিন বাজারে তুরাগ নদে নৌকাডুবির ঘটনায় দ্বিতীয় দিনের মতো নিখোঁজদের সন্ধানে অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিস। আজ রোববার সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরিদের চারটি ইউনিট দুর্ঘটনাস্থলের অদূরে কিছুটা ভাটিতে অভিযান শুরু করে। এখনো দুজন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন উদ্ধারকারীরা।
এর আগে গতকাল শনিবার ভোরে আমিন বাজার থেকে গাবতলীতে যাওয়ার পথে তুরাগ নদ পাড়ি দেওয়ার সময় বালুবাহী একটি বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী ডিঙ্গি নৌকা ডুবে নিখোঁজ হন সাতজন। গতকাল দিনভর উদ্ধারকারীরা অভিযান চালিয়ে চার শিশুসহ পাঁচজনের মরদেহ উদ্ধার করে।
পরে সন্ধ্যায় প্রতিকূল আবহাওয়া এবং অন্ধকারের কারণে উদ্ধার অভিযান স্থগিত রাখা হয়। আজ সকাল থেকে দ্বিতীয় দিনের মতো আবার উদ্ধার অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরিরা।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের উপ পরিচালক দিন মনি শর্মা জানান, ফায়ার সার্ভিস ছাড়াও উদ্ধার অভিযানের যুক্ত রয়েছে নৌবাহিনী, কোস্ট গার্ড ও নৌ পুলিশের সদস্যরা।