শনিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৪৩ অপরাহ্ন

মিয়ানমার: সবাই শুধু দোষারোপ করে : জান্তাপ্রধান

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
  • ১৪৫ বার

মিয়ানমারের গত কয়েক মাস ধরে যে অস্থিরতা চলছে, তার জন্য বিরোধীদের দায়ী করেছেন দেশটির ক্ষমতাসীন সামরিক সরকারপ্রধান জেনারেল মিন অং হ্লেইং। সোমবার এক টেলিভিশন ভাষণে এ বিষয়ে আসিয়ানের সহায়তাও চেয়েছেন তিনি। সিভিল পোশাক পরিহিত জান্তাপ্রধান এই দিন টেলিভিশন ভাষণে বলেন, ‘মিয়ানমারে বেশিরভাগ সংঘাত হয়েছে এবং এখনো হচ্ছে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর উসকানির কারণে। সবাই শুধু আমাদের দোষারোপ করে, কিন্তু তারা যে উসকানি দেওয়াসহ সংঘাতের পরিবেশ সৃষ্টি করতে বিভিন্ন অপতৎপরতা চালাচ্ছে- সেসব কেউ দেখে না। আসিয়ানের উচিত- এ ব্যাপারটিতে মনোযোগ দেওয়া।’

১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের ক্ষমতা দখল করে দেশটির সামরিক বাহিনী। ক্ষমতাচ্যুত ও বন্দি হন মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেতা অং সান সু চিসহ তার দল লিগ ফর ডেমোক্রেসির কয়েকজন আইনপ্রণেতা।

অভ্যুত্থানের পর পরই ক্ষোভে ফুঁসে ওঠে মিয়ানমারের সামরিক সরকারবিরোধী জনগণ।

দেশজুড়ে শুরু হয় বিক্ষোভ। ক্ষমতাসীন সামরিক সরকার প্রথমদিকে শান্তিপূর্ণ উপায়ে বিক্ষোভ দমনের পন্থা নিলেও এক পর্যায়ে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার শুরু করে। জাতিসংঘের তথ্য অনুযায়ী এ পর্যন্ত মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছেন ১১শরও বেশি মানুষ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com