বিশ্বকাপের প্রথম পর্বে বাঁচা-মরার ম্যাচে নামিবিয়ার বিপক্ষে মাঠে নামছে নেদারল্যান্ডস। প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের সঙ্গে হারের পর এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই তাদের সামনে। একই সমীকরণে সামনে থাকা নতুন দল নামিবিয়াও নেদারল্যান্ডসকে হারাতে পারলে বৈশ্বিক আসরে প্রথম জয়ের দেখা পাবে।
আজ বুধবার বিকেল ৪টায় আবুধাবিতে মুখোমুখি হবে তারা। ইতিমধ্য দুই দলের মধ্যকার টস অনুষ্ঠিত হয়েছে। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নামিবিয়ার অধিনায়ক জেরহার্ড এরাসমাস। আগের ম্যাচের একাদশে পরিবর্তন এনেছে নামিবিয়া। পিকি ইয়া ফ্রান্সের পরিবর্তে দলে ফিরেছেন মাইকেল ফন লিনজেন। অন্যদিকে দুই পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে নেদারল্যান্ড। আগের দিনের বেন কুপার, ব্রেন্ডন গ্লোভারকে একাদশের বাইরে রাখা হয়েছে।
নেদারল্যান্ডস একাদশ
ম্যাক্স ও’দাউদ, স্টিফেন মাইবার্গ, ব্যাস ডি লিডে,কলিন অ্যাকারম্যান, রায়ান টেন ডেসকাট, স্কট এডওয়ার্ডস, রিওলেফ ফন ডার মারয়ে, পিটার সিলার (অধিনায়ক), লগান ফন বিক, টিম ফন ডার জুগটেন ও ফ্রেড ক্লাসেন।
নামিবিয়া একাদশ
স্টিফেন বার্ড, জেন গ্রিন, ক্রেইগ উইলিয়ামস, জেরহার্ড এরাসমাস, ডেভিড উইসে, জে জে স্মিট, জান ফ্রাইলিংক, মাইকেল ফন লিনজেন, ইয়ান নিকোল, রুবেন ট্রাম্পেলমান, বার্নার্ড স্কোল্টজ।