১৯৯২ সালের পর শুরু। তারপর এতদিন বিশ্বকাপের ম্যাচে প্রতিপক্ষ ভারতের কাছে যেন গুলিয়ে গিয়েছিল পাকিস্তান। বার বার বিধ্বস্ত হয়েছে তারা। একের পর এক পরাজয়। এ কারণে দেশে বিদেশে পরিচিত, অপরিচিত সবার কটূ কথা শুনতে হয়েছে তাদের। রোববার তারই এক মধুর প্রতিশোধ নিলেন বাবর আজম বাহিনী। দলে নেই ঝানু খেলোয়াড়। তারপরও কিভাবে সম্ভব বিরাট কোহলি, রোহিত শর্মা, জাদেজা, কেএল রাহুল, ভুবনেশ্বর, বুমরাহ… বাহিনীকে নাকানিচুবানি খাওয়ানো! তবে কি গুরু, কিংবদন্তি ইমরান খানের গোপন মন্ত্র কাজে দিয়েছে! আগের দিন বাবরকে ডেকে নিয়ে তিনি কি দীক্ষা দিয়েছেন! তার ফলেই কি অসাধারণ, দৃষ্টিনন্দন জয় পেয়েছে পাকিস্তান!