শনিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৫, ১১:০০ পূর্বাহ্ন

পুকুরে ভাসছিল বাবা-মা-মেয়ের মরদেহ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১
  • ১০০ বার

খুলনার কয়রায় একটি পুকুর থেকে একই পরিবারের তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার বাগালী ইউনিয়নের কামালিয়া গ্রামের পুকুরে হাবিবুল্লাহ ও তার স্ত্রী এবং কন্যার লাশ ভেসে ওঠে।

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকালে কামালিয়া গ্রামে হাবিবুল্লাহ (৩৬), তার স্ত্রী বিউটি (৩২) ও ১১ বছরের শিশুকন্যা টুনির লাশ পুকুরে ভেসে ওঠে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশগুলো উদ্ধার করে।

তিনি আরও বলেন, হাবিবুল্লাহ ও তার স্ত্রী বিউটির গায়ের কোপানোর চিহ্ন দেখে পুলিশ ধারণা করছে, দুর্বৃত্তরা কুপিয়ে তাদেরকে পুকুরে ফেলে দিয়েছে। এ ব্যাপারে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলেও জানান ওসি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com