ফেসবুকে কাবা শরীফ নিয়ে অবমাননাকর পোস্ট দেয়াকে কেন্দ্র করে রংপুরের পীরগঞ্জে সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের মামলায় আজ ১১ জনের রিমান্ড শুনানি হবে।
এছাড়াও নতুন করে রিমান্ডে নেয়া ১৩ জনের তিন দিন করে রিমান্ডে নেয়ার দিন শেষ হবে আজ। তাদেরও আজ আদালতে হাজির করা হতে পারে। এর আগে এই মামলায় ৩৭ জনকে তিন দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।
এই ঘটনায় এখন পর্যন্ত ঘটনায় পুলিশের করা দুটি ডিজিটাল নিরাপত্তা ও র্যাবের করা একটি ডিজিটাল নিরাপত্তা আইন এবং ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় বুধবার পর্যন্ত ৭০ জনকে গ্রেফতার করা হয়েছে।
এর মধ্যে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় পরিতোষ সরকার বহিস্কৃত ছাত্রলীগ নেতা সৈকত মন্ডল সহ পাঁচজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
গত ১৭ অক্টেবার রাতে পরিতোষ সরকার নামের এক ব্যক্তির দেয়া কাবা শরীফ নিয়ে অবমাননাকর পোস্টকে ঘিরে ওই এলাকায় সংখ্যালঘুদের ঘড়বাড়ি দোকানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ করেছিল দুর্বৃত্তরা।