২০২৩ সালে ভারতের ত্রিপুরা রাজ্যের নির্বাচনে তৃণমূল কংগ্রেস সরকার গঠন করবে বলে মন্তব্য করেছেন দলটির সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বল্লভ ভাই প্যাটেলের জন্মদিন উপলক্ষে ত্রিপুরায় আয়োজিত এক জনসভায় তিনি এসব কথা বলেন।
অভিষেক বলেন, মামলা করে আর হামলা করে এই দলকে রোখা যায় না। এটা না সিপিআইএম, না কংগ্রেস। এটা তৃণমূল কংগ্রেস। এই দলকে আপনি যত বেশি আঘাত করবেন, দলের কর্মীদের প্রতিবাদের ভাষা তত বেশি তীব্রতর হবে।
অভিষেক বলেন, ঢালাও হারে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসার পর বিজেপি সরকার এ রাজ্যে একটি প্রতিশ্রুতিও পালন করতে পারছে না। বাংলায় যদি কন্যাশ্রী হতে পারে, তবে এ রাজ্যে নয় কেন? বাংলায় যদি লক্ষ¥ীর ভা-ার করে প্রতি নারীর অ্যাকাউন্টে ৫০০ টাকা করে প্রদান করা যায, তবে এ রাজ্যেই বা নয় কেন? অভিষেক আরও বলেন, বাংলায় যদি বিনামূল্যে রেশন হতে পারে, তবে এ রাজ্যে হবে না কেন? সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন আরও একাধিক প্রকল্পের কথা উল্লেখ করে তিনি বলেন, ২০২৩ সালের ফেব্রুযারি মাসেই ত্রিপুরা রাজ্যে ক্ষমতায় আসছে তৃণমূল কংগ্রেস সরকার। আর ক্ষমতায় আসার ঠিক তিন মাসের মধ্যেই ত্রিপুরা রাজ্যেও চালু করা হবে এই উন্নযনমূলক বিভিন্ন প্রকল্প।
এদিকে সভা বানচাল করার ব্যাপারে আজ যেসব বক্তা পুলিশ প্রসাশনের ওপর দোষারোপ করেছেন তাদের তিনি তা না করার অনুরোধ করেন। অভিষেক বলেন, চাকরি করার সুবাদে বাধ্য হয়েই চাপের মুখে তারা যা করার সেটাই করেছেন। তবে মনে রাখতে হবে ঘাড়ে পদ্মফুল নয়, অশোক স্তম্ভ রয়েছে।