শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ১০:৩৭ পূর্বাহ্ন

শূন্য পূরণের লড়াই

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১
  • ১৪২ বার

টি-টোয়েন্টি বিশ্বকাপে শূন্য থেকে শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু তখন তাদের আকাশ ছিল রঙিন স্বপ্নে ভরপুর। কিন্তু সেই আকাশে ওড়া হয়নি। টেনে টুনে বাছাই পর্ব পার করে সুপার টুয়েলভে সেই স্বপ্নের অপমৃত্যু হয়েছে। আবারো ফিরে গেছে হতাশা ভরা শূন্যতে। তবে এবার আকাশে ঘনকালো মেঘ। দুটি ম্যাচ বাকি থাকলেও কার্যত বিশ্বকাপ শেষ টাইগারদের । তবে এখনো সুযোগ এই দুঃস্বপ্ন থেকে বের হওয়ার।

আত্মবিশ্বাস ফিরে পাওয়ার লড়াই এখনো বাকি। আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আবুধাবিতে সেই লড়াইয়ে মাঠে নামবে মাহমুদুল্লাহ রিয়াদের দল। যেন দেশের মাটিতে শূন্য হাতে ফিরতে না হয়! তবে দলের অন্যতম ক্রিকেটার সাকিব আল হাসানের বিশ্বকাপ শেষ হয়ে গেছে ইনজুরিতে। চোটের কারণে উইকেটরক্ষক-ব্যাটার নুরুল হাসান সোহানও খেলতে পারছেন না। এমন অবস্থায় দলের জন্য ঘুরে দাঁড়ানো সত্যিই কঠিন। দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গোও মনে করেন ফলাফল গুরুত্বপূর্ণ। তবে হারগুলোকে তিনি দেখছেন নিছক ক্রিকেটীয় হিসেবে। ডমিঙ্গো বলেন, ‘ক্রিকেট বাংলাদেশে জাতীয় খেলার মতো, এখানকার ফলাফল তাই অনেক গুরুত্বপূর্ণ। গত ১২ মাসে টি-টোয়েন্টি দলের দারুণ রেকর্ড আছে। বড় কিছু সিরিজ আমরা জিতেছি। তাই দুই বিশ্ব চ্যাম্পিয়নের কাছে স্বল্প ব্যবধানের হার দিয়ে তাদের বিচার করাটা ভালো হবে না।’
বিশ্বকাপের আয়োজক ভারতের মতো সুবিধা নেই বাংলাদেশের। তাই ৫ ম্যাচের ৪টিই খেলতে হচ্ছে দুবাইয়ের বাইরে। আজ সংযুুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে ম্যাচ। বাংলাদেশ সময় বিকাল ৪টায় দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে টাইগাররা। তবে ম্যাচের আগের দিনও দূরত্বের কারণে সেখানে অনুশীলনের সুযোগ হয়নি টাইগারদের। তবে বিশেষ ব্যবস্থায় অনুশীলন হয়েছে আইসিসি একাডেমির মাঠে। আজ একাদশে অভিষেক হচ্ছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তরুণ শামীম হোসেন পাটোয়ারীর। এই ম্যাচের আগেই বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছেন সাকিব। ইনজুরির কারণে নেই নুরুল হাসান সোহানও। তাই সৌম্য সরকারের জায়গা পাকাপোক্ত বাকি দুই ম্যাচে। স্পিন আক্রমণে ফেরানো হচ্ছে নাসুম আহমেদকে। অবশ্য অধিনায়ক মাহমুুদুল্লাহ রিয়াদের হাতে এর বাইরে কোনো বিকল্প নেই। তবে কোচ এ শক্তি নিয়ে লড়াই করতে প্রস্তুত। তিনি বলেন, ‘শরিফুল নাঈমের মতো তরুণরা ভালো করছে। দল ভালো না করলে ইতিবাচক দিকে চোখ বুলাতে মানুষ ভুলে যায়। বয়সের দিক থেকে আমরা অন্যতম তরুণ দল। মানুষ ভুলে যায়, কারণ আমাদের ২-৩ জন অভিজ্ঞ খেলোয়াড় আছে। ফলাফল নিয়ে খুশি না হলেও ছেলেরা যেভাবে খেলেছে তাতে আমি খুশি।’
অন্যদিকে বাংলাদেশকে হারিয়েই শেষ চারের টিকিট নিশ্চিত করার লক্ষ্য প্রোটিয়াদের। তবে তিন ম্যাচে দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপে এখনো শীর্ষদল ইংল্যান্ডের পেছনেই আছে প্রোটিয়ারা। সুতরাং দ্বিতীয়স্থান ধরে রেখে সেমিফাইনালের পথটা মসৃণ করতে এ ম্যাচে জয়ের বিকল্প নেই টেম্বা বাভুমার দলের। তাছাড়া পরিসংখ্যানও কথা বলছে দক্ষিণ আফ্রিকার পক্ষে। টি-টোয়েন্টিতে দুই দলের ৬ মোকাবিলায় প্রোটিয়ারা কখনো হারেনি বাংলাদেশের কাছে।
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের লেজে-গোবরে অবস্থা। ব্যাটিংটা ভালো হলে, বোলিংটা জমছে না। আবার বোলিংটা দারুণ হলে, ব্যাটিংটা মান মতো না। তাতে করে সুপার টুয়েলভে টানা তিন ম্যাচেই হার। এদিকে, ব্যাট-বলের লড়াইয়ে বাংলাদেশ যতই বিবর্ণ হোক না কেন, মাঠের বাইরে কথা-পাল্টা কথা, অভিযোগ আর পাল্টা অভিযোগে যেন অন্তর্দ্বন্দ্ব শুরু হয়ে গেছে মাহমুদুল্লাহর দলে। তবে কোচ জানিয়েছেন তিনি সামাজিক যোগাযোগের মাধ্যমেই একেবারেই থাকেন না। তাই বাইরের কথা নিয়ে কোনো চিন্তাও নেই তার। তিনি বলেন, ‘ভাগ্য ভালো, আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে নেই। তাই কী কী লিখছে তাও দেখা হয় না। সামাজিক যোগাযোগ মাধ্যম শুধু ফিশিংয়ের (মাছ ধরা) সময়ই একটু যা ব্যবহার করি। তাই সেখানে কী নিয়ে আলোচনা হচ্ছে তা আমি জানি না।’ এ ছাড়াও তিনি নেতিবাচকের চেয়ে ইতিবাক আলোচনা নিয়ে থাকতে চান। কোচ বলেন, ‘অনেক নেতিবাচক মন্তব্য হচ্ছে, কিন্তু ইতিবাচক আলোচনারও অনেক কিছু আছে। কিছু খেলোয়াড় এবং কোচিং স্টাফকে নিয়ে সমালোচনা হচ্ছে। কিন্তু আমি অনুভব করি, দল অনেক উন্নতি করেছে। র?্যাঙ্কিংয়ের ১০ নম্বর থেকে ৬ নম্বরে উঠে আসা তাও আট মাসে, এটা দেশের ক্রিকেটের জন্য বড় অর্জন। তবে এটাও জানি, আমাদের যেখানে থাকা উচিত তার থেকে এখনো অনেক দূরে আছি। তবে রাতারাতি তো সব বদলে যাবে না। এটা একটা প্রক্রিয়া।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com