শনিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৪৯ অপরাহ্ন

ভারতে করোনা হাসপাতালের আইসিইউতে আগুন, নিহত ১০

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ৬ নভেম্বর, ২০২১
  • ১১৬ বার

ভারতের মহারাষ্ট্র রাজ্যের একটি করোনা হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) অগ্নিকাণ্ডে অন্তত ১০ জন নিহত হয়েছেন। আহত আরও একজনের অবস্থা আশঙ্কাজনক বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।

এনডিটিভি জানায়, আজ শনিবার সকাল ১১টার দিকে আহমেদনগরের সিভিল হাসপাতালের করোনা ওয়ার্ডের যেটিতে আগুন লাগে সেখানে ১৭ জন রোগী ভর্তি ছিলেন।

আহমেদ নগরের জেলা কালেক্টর ডা. রাজেন্দ্র ভোসলে সাংবাদিকদের জানান, হাসপাতালের বাকি রোগীদের অন্য একটি হাসপাতালের করোনা ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি বলে জানিয়েছেন তিনি।

ভোসলে বলেন, ফায়ার সার্ভিস বিভাগের প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, অগ্নিকাণ্ডের পর হাসপাতালের নিচতলা ধোঁয়ায় ঢেকে যায়। অন্য একটি ভিডিওতে দেখা যায়, আগুন নিভিয়ে ফেলার পর কিছু মানুষ ধীরে ধীরে হাসপাতালের ওই ওয়ার্ডে ঢুকছেন। অগ্নিকাণ্ডে করোনা ওয়ার্ডের দেয়ালে কালো দাগ এবং সিলিং ক্ষতিগ্রস্ত হয়েছে।

অপর একটি ভিডিওতে রোগীদের উদ্ধারে মরিয়া হয়ে চেষ্টা চালাতে দেখা গেছে চিকিৎসকদের। কয়েকজনকে বের করে আনতে সক্ষম হলেও অন্যদের আগুন থেকে রক্ষা করতে পারেননি তারা।

দেশটির সরকারি জ্যেষ্ঠ একজন কর্মকর্তা বলেছেন, এ ঘটনায় অফিসিয়াল তদন্ত হবে। অগ্নিকাণ্ডে নিহতদের পরিবার এবং স্বজনদের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। প্রত্যেক পরিবারকে সহায়তারও আশ্বাস দিয়েছেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com