শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০২ অপরাহ্ন

আওয়ামী লীগের নতুন কমিটিকে বিএনপির অভিনন্দন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ২২ ডিসেম্বর, ২০১৯
  • ২৭৩ বার

আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনে গঠিত দলটির নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা সব রাজনৈতিক দলকে সব সময় সহযোগিতা করার চেষ্টা করি ও স্বাগত জানাই। আওয়ামী লীগের নতুন নেতৃত্বকে স্বাগত জানাই। আশা করি, দলটির নতুন কমিটি জনগণের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত একটি নির্বাচনের ব্যবস্থা করবে।

শনিবার (২১ ডিসেম্বর) রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের নতুন কমিটি সম্পর্কে জানতে চাইলে এসব কথা বলেন তিনি।

এ সময় বৈঠকে আরো উপস্থিত ছিলেন ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু।

মির্জা ফখরুল বলেন, নতুন নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে হবে নতুন নির্বাচন কমিশনের পরিচালনায়। আওয়ামী লীগ মানুষের ভোটের অধিকারকে ফিরিয়ে দেবে।

বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ পুরনো ঐতিহাসিক রাজনৈতিক দল। নিঃসন্দেহে দেশের স্বাধীনতা লাভে ও গণতন্ত্রের সংগ্রামে অতীত গৌরবময় ত্যাগ-ইতিহাস রয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই দলটির হাতে গণতন্ত্র বারবার নিহত হয়েছে।

তিনি বলেন, দলটি ১৯৭৫ সালে বাকশাল কায়েম করেছে। গত ১০-১২ বছর ধরে সুপরিকল্পিতভাবে একদলীয় শাসন ব্যবস্থা চাপিয়ে দেয়ার চেষ্টা করেছে।

খালেদ জিয়ার মুক্তির লক্ষ্যে আন্দোলন গড়ে তুলতে বিএনপির স্থায়ী কমিটিতে সিদ্ধান্ত হয়েছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, ১৯ জানুয়ারি দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মবার্ষিকী যথাযথ মর্যাদায় পালনের জন্য নির্দেশ দেয়া হয়েছে।

একাদশ সংসদ নির্বাচনের দিন ৩০ ডিসেম্বর রাজনৈতিকভাবে কলঙ্কময় দিন বলে উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, এই দিনে যেহেতু গণতন্ত্র হত্যা করা হয়েছে, তাই এই দিনকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন করার সিদ্ধান্ত হয়েছে। এজন্য ঐক্যফ্রন্ট, ২০ দলীয় জোট ও বিএনপির কর্মসূচি দেবে।

খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ দাবি করে বিএনপির মহাসচিব বলেন, আমরা তার চিকিৎসার জন্য আইনগত পদক্ষেপ নিয়েছি, কিন্তু তার প্রাপ্য জামিন দেওয়া হয়নি। আমরা এর জন্য উদ্বেগ জানাচ্ছি। একইসঙ্গে দলের স্থায়র কমিটির বৈঠকে অবিলম্বে তার মুক্তির দাবি জানানো হয়েছে।

ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হোসেন আবেদের মৃত্যুতে দেশে-বিদেশে সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে বিরাট শূন্যতা সৃষ্টি হয়েছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, যা সহজে পূরণ হওয়ার নয়। একইসঙ্গে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কবির মুরাদের মৃত্যুতে শোক জানানো হয়েছে।

মির্জা ফখরুল জানান, ভারতের লোকাসভায় পাস হওয়া এনআরসি ইস্যুতে রোববার (২২ ডিসেম্বর) বিকেল তিনটায় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করবেন বিএনপি। এ ছাড়াও, রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক পদক্ষেপ নেয়ার জন্য গাম্বিয়া ও কানাডাকে ধন্যবাদ জানিয়ে বিএনপির চিঠি দিবে বলেও উল্লেখ করেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com