গ্রুপ এক এর সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে আফগানিস্তান। টানা তিন ম্যাচে জেতা কিউইদের সামনে সেমিতে যেতে হলে এখন একমাত্র বাধা আফগানরা। যার কারণে তাদের হারাতে পারলেই গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সরাসরি সেমিফাইনালে পা রাখবে কেন উইলিয়ামসনের দল।
আজ রোববার বিকেল ৮টায় আবুধাবির শেখ জায়েদ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। ইতিমধ্যে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক উইলিয়ামসন।
আফগানিস্তান একাদশ :
হজরতউল্লাহ জাজাই, মোহাম্মদ শাহজাদ, রহমানুল্লাহ গুরবাজ, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি (অধিনায়ক), মুজিব উর রহমান, গুলবাদিন নাইব, রশিদ খান, করিম জানাত, নাভিন-উল-হক, হামিদ হাসান।
নিউজিল্যান্ড একাদশ :
মার্টিন গাপটিল, ডেভন কনওয়ে, গ্লেন ফিলিপস, কেন উইলিয়ামসন (অধিনায়ক), এডাম মিলনে, ড্যারেল মিচেল, জেমস নিশাম, মিচেল স্যান্টনার, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, ইশ সোধি।