টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করলো অস্ট্রেলিয়া। পাকিস্তানকে হারিয়ে দ্বিতীয়বারের মতো এই ফরম্যাটের বিশ্বকাপের ফাইনালে পা রাখলো অজিরা। এর আগে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করা নিউজিল্যান্ডের বিপক্ষে শিরোপা লড়াই করতে হবে অ্যারন ফিঞ্চ-ডেভিড ওয়ার্নারদের। এই ফরম্যাটে দুই দলের কেউই এখনো শিরোপার স্বাদ পায়নি।
আগামী রোববার রাত ৮টায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শিরোপা লড়াইয়ে কিউইদের মুখোমুখি হবে অজিরা। এই ফরম্যাটে এবারই প্রথম ফাইনালে উঠা কেন উইলিয়ামসনের দলের সামনে ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালের প্রতিশোধ তোলারও সুযোগ থাকছে।
অথচ বিশ্বকাপের প্রস্তুতিটা কেমন যেন হয়েছিল অস্ট্রেলিয়ার। টুর্নামেন্টের আগে কয়েকজন সিনিয়র ক্রিকেটার ছাড়া বাকিদের নিয়ে বাংলাদেশ সফরে এসেছিল পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে। টানা তিন ম্যাচ হেরে সিরিজ হাতছাড়ার পর পাঁচ ম্যাচে জিতেছে মাত্র একটি। সেই অস্ট্রেলিয়াই কিনা এবারের আসরের ফাইনালিস্টের তালিকায় নিজেকের নাম লেখিয়ে নিল।
বিশ্বকাপের আগে বাংলাদেশ সফরে এসেছিল নিউজিল্যান্ডও। তবে তাদের বিশ্বকাপের দলের কেউ বাংলাদেশ সফরে খেলতে আসেনি। সেই সফরেও বাংলাদেশ সিরিজ জিতেছিল ৩-২ ব্যবধানে। অস্ট্রেলিয়ার পর কিউইদের মিরপুরে সিরিজ হারিয়ে বাংলাদেশের প্রস্তুতি দুর্দান্ত হলেও বিশ্বকাপে গিয়ে একবুক হতাশা নিয়ে ফিরেছিল বাংলাদেশ। অথচ এখানে হেরে বিশ্বকাপে যাওয়া দুই দলই এখন ফাইনালের প্রহর গুনছে।