ক্যাপিটল হিলে হামলার ঘটনায় হোয়াইট হাউসের নথি প্রকাশ সাময়িক স্থগিত করেছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়। বিবিসি।
যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে ৬ জানুয়ারি হামলা চালায় দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উগ্র সমর্থকরা। ফেসবুক-টুইটারের মতো সামাজিক মাধ্যমে ট্রাম্পের উসকানিমূলক পোস্ট থেকে ছড়িয়ে পড়ে সেই সহিংসতা। ওই সহিংসতার ঘটনায় তদন্ত করছে হাউস সিলেক্ট কমিটি। তদন্তের অংশ হিসেবে হোয়াইট হাউসের কাছ থেকে কিছু নথি চেয়েছে তারা। গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট কোর্টের এক বিচারপতি নথিগুলো প্রকাশের আদেশ দেন।
বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন এরই মধ্যে হোয়াইট হাউসের সে নথিগুলো৬ প্রকাশের অনুমতি দিয়েছেন। জাতীয় আর্কাইভে এগুলো সংরক্ষিত আছে। শুক্রবার হাউস প্যানেলকে প্রথম পর্বে কিছু নথি সরবরাহের কথা ছিল। তবে নথি প্রকাশ স্থগিত চেয়ে আদালতে অনুরোধ জানান ট্রাম্প। গতকাল সে অনুরোধে সাড়া দেন আদালত। যুক্তরাষ্ট্রের ডিসি সার্কিটের আপিল আদালত সাময়িকভাবে নথি প্রকাশ স্থগিতের আদেশ দেন। তবে আদালত জানিয়েছেন, ৩০ নভেম্বর নির্ধারিত যুক্তিতর্ক উপস্থাপন বহাল থাকবে। তিন বিচারপতির প্যানেলের পক্ষ থেকে সুনির্দিষ্ট করে বলা হয়েছে, এ পদক্ষেপ যেন কোনোভাবেই মামলায় প্রভাব না ফেলে। ট্রাম্পের শীর্ষ সহযোগীদের বিভিন্ন তথ্য এবং প্রেস সেক্রেটারির কাছে ট্রাম্পের পাঠানো নির্দেশনার কপিসহ হোয়াইট হাউসের কাছ থেকে ৭৭০ পৃষ্ঠার বেশি নথি চেয়েছে হাউস সিলেক্ট কমিটি।
যাদের তথ্য চাওয়া হয়েছে তারা হলেন ট্রাম্পের সাবেক চিফ অব স্টাফ মার্ক মিডোস, তার সাবেক জ্যেষ্ঠ উপদেষ্টা স্টিফেন মিলার এবং তার সাবেক উপউপদেষ্টা প্যাট্রিক ফিলবিন। প্রেসিডেন্ট থাকাকালে ট্রাম্পের কর্মকা-, বিভিন্ন সফরের তথ্য, সংবাদ সম্মেলন ও ফোনালাপের তথ্য হোয়াইট হাউস ডেইলি ডায়েরি নামে নথিভুক্ত আছে। এ ডেইলি ডায়েরির প্রকাশও ঠেকিয়ে দেওয়ার চেষ্টায় আছেন ট্রাম্প।