গোটা বিশ্বে লাখো মৃত্যুর কারণ করোনা ভাইরাসের উৎস আবারও একটি গবেষণার ফল বেরিয়েছে। এতে দেখা গেছে, কোনো ল্যাব নয়, বরং চীনের উহানের সি ফুড মার্কেট বা পশুবাজার থেকেই প্রাণঘাতী এ ভাইরাসটি ছড়িয়েছে। ওই বাজারে কর্মরত এক নারীর কাছ থেকে প্রথম এ ভাইরাস ছড়িয়েছে বলে গবেষণায় দেখানো হয়েছে। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের ভাইরাসবিষয়ক গবেষক মাইকেল ওরোবি এ গবেষণা করেছেন। তার গবেষণার ফল গত বৃহস্পতিবার সায়েন্স সাময়িকীতে প্রকাশ হয়েছে। খবর রয়টার্স
সারা বিশ্বের মানুষকে করোনা যেমন বিপর্যস্ত করেছে, তেমনি করোনার উৎস নিয়েও কম জল ঘোলা হয়নি। গবেষকদের মধ্যে এ নিয়ে রয়েছে বিস্তর মতপার্থক্য। এক সময় বলা হয়েছে, বাদুড় থেকে ভাইরাসটি মানুষে সংক্রমিত হয়েছে, আবার এক সময় বলা হয়েছেÑ উহানের ল্যাব থেকে কৃত্রিমভাবে এটি ছড়িয়েছে। কিন্তু কোনো তত্ত্বই সর্বজনগ্রহণযোগ্য হয়ে ওঠেনি। এর আগে গত মে মাসে মাইকেল ওরোবিসহ ১৫ গবেষক সায়েন্স সাময়িকীতে প্রকাশিত এক নিবন্ধে লিখেছিলেন যে, উহানের পরীক্ষাগার থেকে ভাইরাস ছড়িয়ে পড়ার যে তত্ত্ব রয়েছে তা যেন গুরুত্ব দিয়ে দেখা হয়। কিন্তু বৃহস্পতিবার প্রকাশিত নিবন্ধে ওরোবি দাবি করেন যে, করোনার উৎস নিয়ে গবেষণায় তিনি নির্ভরযোগ্য প্রমাণ পেয়েছেন।
তিনি আরও বলেন, উহানের পশুবাজার থেকেই এর প্রাদুর্ভাব শুরু হয়েছে; এ ব্যাপারে তার কাছে শক্ত প্রমাণ রয়েছে। এর পর বিস্তারিত তথ্য দিতে গিয়ে তিনি বলেন, উহানে প্রথম একজন নারী করোনায় আক্রান্ত হয়েছিলেন। তিনি ওই বাজারে কাজ করতেন এবং ওই নারী অসুস্থ হয়েছিলেন ১১ ডিসেম্বর। আর বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষক দল জানিয়েছে, প্রথম আক্রান্ত হয়েছিলেন একজন পুরুষ এবং তিনি ৮ ডিসেম্বর অসুস্থ হয়েছিলেন। তবে ওরোবির তথ্য বলছে, বিশ্ব্ স্বাস্থ্য সংস্থা যার সঙ্গে কথা বলেছেন তিনি ১৬ ডিসেম্বরের আগে অসুস্থ হননি।