সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:২১ অপরাহ্ন

চেয়ারম্যানের সংবর্ধনা অনুষ্ঠান শেষে ফেরার পথে সংঘর্ষ, গুলিতে নিহত ১

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১
  • ১৬০ বার

ভোলার দৌলতখানের মদনপুরে নবনির্বাচিত চেয়ারম্যানের সংবর্ধনা অনুষ্ঠান থেকে ফেরার পথে দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। আজ শুক্রবার বিকেলে নাছিরমাঝি এলাকা সংলগ্ন মেঘনা নদীতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জামাল উদ্দিন সকেট এবং বর্তমান চেয়ারম্যান নাসির উদ্দিন নান্নু গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়।

নিহত খোরশেদ আলম টিটুর (৩৫) বাড়ি ভোলা সদরের ধনিয়া ইউনিয়নের কানাইনগর গ্রামে।

স্থানীয়রা জানান, আজ মদনপুর ইউনিয়নের নিবনির্বাচিত চেয়ারম্যান নাছির উদ্দিন নান্নুর সংবর্ধনা অনুষ্ঠান ছিল। চেয়ারম্যান নান্নু অনুষ্ঠান থেকে ভোলা শহরে ফেরার পথে নাছিরমাঝি এলাকায় একই ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী সকেটের পক্ষের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধ হয়ে মারা যান টিটু। তিনি চেয়ারম্যান পক্ষের সমর্থক এবং যুবলীগকর্মী ছিলেন বলে জানা গেছে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

ভোলা সদর মডেল থানার ওসি এনায়েত হোসেন বলেন, গুলিবিদ্ধ হওয়ার পর ওই ব্যক্তি হাসপাতালে একজন মারা গেছেন।

ঘটনাস্থল থেকে ভোলা সদর মডেল থানার এসআই সুবির কুমার জানান, পরাজিত চেয়ারম্যান প্রার্থী সকেটের সমর্থকরা এ হামলা চালিয়েছে। পরিস্থিতি এখন কিছুটা শান্ত আছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com