যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে গাজার শাসকগোষ্ঠী হামাসের সব শাখাকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করেছে। গত শুক্রবার ব্রিটিশ পার্লামেন্ট এ সংক্রান্ত প্রস্তাব পাস করেছে। খবর টাইমস অব ইসরায়েল।
ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল শুক্রবার জানিয়েছেন, সংগঠন হিসেবে পুরো হামাসকে এখন থেকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করা হবে। এর আগে ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তর থেকে বলা হয়েছিল, সরকার যদি এই সংগঠনটিকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত এবং নিষিদ্ধ করে, তবে এই সংগঠনের সঙ্গে যুক্ত হওয়া, সমর্থন করা, ওই সংগঠনকে সমর্থন করে এমন পোশাক পরা ফৌজদারি অপরাধ বলে গণ্য হবে। এমন অপরাধের সাজা সর্বোচ্চ ১৪ বছরের কারাদণ্ড কিংবা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন অভিযুক্ত ব্যক্তি। প্রসঙ্গত, ২০০১ সালেই হামাসের সামরিক শাখা আল-কাসেম ব্রিগেডকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে যুক্তরাজ্য। এবার সংগঠনটির রাজনৈতিক শাখাকেও সন্ত্রাসীর তকমা দিল দেশটি।