বৃষ্টির জন্য মাঠে নামা সম্ভব হয়নি। তবে তাই বলে বাবর আজমদের ক্রিকেট খেলা আটকাতে পারেনি প্রকৃতি। মীরপুরে বাংলাদেশ বনাম পাকিস্তানের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে বৃষ্টির জন্য খেলা হয় মাত্র ৬.২ ওভার। তার পরেই দিনের মতো পরিত্যক্ত হয় খেলা। বাবর আজমরা মাঠে নামতে না পারলেও ড্রেসিংরুমেই মেতে ওঠেন ব্যাট-বলের লড়াইয়ে। বলাবাহুল্য পুরোদস্তুর জমে ওঠে পাকিস্তানি তারকাদের ড্রেসিংরুম ক্রিকেট।
ভারতের বিরুদ্ধে মুম্বই টেস্টে নিউজিল্যান্ডের আজাজ প্যাটেল এক ইনিংসে ১০ উইকেট নিয়েছেন। ওদিকে ড্রেসিংরুম টেস্টে তিনি ১০ উইকেট নিয়েছেন বলে দাবি করেন পাকিস্তানের দলনায়ক বাবর আজম।
পিসিবির তরফে বাবরদের সাজঘরে ক্রিকেট খেলার বেশ কিছু ভিডিও পোস্ট করা হয় সোশ্যাল মিডিয়ায়। যার ক্যাপশনগুলো ছিল এরকম, ‘বৃষ্টি হয়ত আমাদের ছেলেদের মাঠের বাইরে রেখেছে। তবে তারা ড্রেসিংরুমে একটি আকর্ষণীয় ম্যাচ খেলেন। বাবর আজম প্রথমে ব্যাট করতে নামেন এবং বেশ সতর্কভাবে শুরু করেন। তবে ইমামের একটি আগুনে ডেলিভারি তাঁর ইনিংসে দাঁড়ি টেনে দেয়।