ঘোড়ার গাড়িতে চেপে বিয়ে করতে যাচ্ছিলেন এক যুবক। এ সময় আতশবাজি ফাটাতে ফাটাতে বরের গাড়ির সঙ্গে যাচ্ছিলেন বরযাত্রীরা। এখানেই ঘটে বিপত্তি। হঠাৎ একটি আতশবাজি গিয়ে পড়ে বরের গাড়িতে। সঙ্গে সঙ্গে সুসজ্জিত গাড়িতে আগুন ধরে যায়। কোনোক্রমে গাড়ি থেকে লাফ দিয়ে প্রাণ বাঁচান বর। ঘটনাটি ঘটেছে ভারতের গুজরাটের পাঁচমহলে। খবর আনন্দবাজার পত্রিকার।
এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বরের ঘোড়ার গাড়িটি সামনে ছিল। আর পেছনে পেছনে বরযাত্রীরা যাচ্ছিলেন। তাদের মধ্যে বেশ কয়েকজন আতশবাজি ফাটাচ্ছিলেন। সেই আতশবাজিরই একটি গাড়িতে গিয়ে পড়ে। মুহূর্তে গোটা গাড়িতে সেই আগুন ছড়িয়ে পড়ে। ভাগ্য জোরে বেঁচে গিয়েছেন বর। শেষমেশ স্থানীয়দের সহযোগিতায় সেই গাড়ির আগুন নেভানো হয়।
ভয়ানক সেই ভিডিও প্রকাশ্যে এসেছে। আতশবাজি যে কতটা ভয়ানক, তার এক জ্বলন্ত উদাহরণ গুজরাটের এই ঘটনা।