গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) এক শিক্ষার্থীর ওপর হাতুড়ি দিয়ে হামলার ঘটনা ঘটেছে। গতকাল বিকাল ৩টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন সোবহান সড়কে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থী বর্তমানে গোপালগঞ্জ ২৫০ শয্যার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত শিক্ষার্থীর নাম শরীফ রাজু। তিনি বাংলা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। এ বিষয়ে প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী মোনায়েম হোসাইন মুন্না বলেন, ‘আমি ও রাজু আমাদের এক পরিচিত ভাইয়ের মেসে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র আনতে যাচ্ছিলাম। হঠাৎ সামনে থাকা অপরিচিত একটি মেয়ে তার মেসের মালিককে ডেকে আনে এবং অভিযোগ করে আমরা তাকে অনুসরণ করছি। আমরা তখন অভিযোগ অস্বীকার করি এবং বাড়িওয়ালাকে বিষয়টি বুঝিয়ে বলি। বাড়িওয়ালা রাজুর পূর্বপরিচিত হওয়ায় একপর্যায়ে তিনি আমাদের চলে যেতে বলেন। আমরা যখন ফিরে আসছিলাম তখন বাড়িওয়ালার বড় ছেলে মোরশেদ চৌধুরী ছুটে এসে রাজুকে কিল-ঘুষি মারতে শুরু করেন।’
এই শিক্ষার্থী আরও বলেন, ‘আমরা মোরশেদ চৌধুরীকে থামানোর চেষ্টা করি। কিন্তু একপর্যায়ে মোরশেদ চৌধুরীর ছোট ভাই এবং বাংলা বিভাগ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তুফান চৌধুরী একটি হাতুড়িসহ ছুটে এসে রাজুকে এলোপাতাড়ি মারতে শুরু করে। আমরা ঘটনার প্রতিরোধ করতে ব্যর্থ হয়ে বিভাগের শিক্ষকদের জানাই এবং পরবর্তীতে তারা ঘটনাস্থলে গিয়ে রাজুকে উদ্ধার করেন।’
এ বিষয়ে বশেমুরবিপ্রবির প্রক্টর ড. মো. রাজিউর রহমান বলেন, আমরা এ ঘটনায় তিনজন প্রত্যক্ষদর্শী এবং একজন ছাত্রীসহ চারজনের বক্তব্য গ্রহণ করেছি। আহত শিক্ষার্থী বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। অবস্থার কিছুটা উন্নতি হওয়ার পর তার অভিযোগের পরিপ্রেক্ষিতে এ ঘটনায় প্রশাসনিক ও আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।