আশুলিয়ার চাঞ্চল্যকর তিন মাসের এক অন্তঃসত্ত্বা নারীকে ধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৪। গ্রেপ্তারকৃতের নাম- মো. সাব্বির (২১)। গতকাল বুধবার রাতে মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব-৪ এর অপারেশন অফিসার মো. সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ১১ নভেম্বর ঢাকা জেলার আশুলিয়া থানার বাইপাইল শান্তিনগর এলাকায় একজন ৩ মাসের অন্তঃসত্ত্বা নারী ধর্ষণের শিকার হন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ওই ভুক্তভোগী নারী আশুলিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
তিনি জানান, এই ঘটনার পরপরই এজাহরনামীয় ১নং আসামি সাব্বির এলাকা ছেড়ে অন্যত্র আত্মগোপনে চলে যায়। এই ঘটনায় প্রিন্ট ও ইলেক্ট্রনিকস্ মিডিয়াসহ এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। যার ফলশ্রুতিতে পুলিশের পাশাপাশি র্যাব ওই মামলাটির ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় র্যাব-৪ এর একটি গোয়েন্দা দল আসামিদের গ্রেপ্তারে ছায়া তদন্ত শুরু করে।
গোয়েন্দা তথ্য ও স্থানীয় সোর্সের মাধ্যমে জানা যায় যে, এজাহারনামীয় ১নং আসামি মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে র্যাব-৪ এর একটি আভিযানিক ২২ ডিসেম্বর সাড়াশি অভিযান পরিচালনা করে মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানাধীন জামালদিবাজারের সামনে থেকে ধর্ষক সাব্বিরকে গ্রেপ্তার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি ওই ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছে র্যাব।