চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি নাহিদ শিকদারের ফেনসিডিল হাতে একটি ভিডিও এবং ষ্টিল ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। গত মঙ্গলবার রাতে উৎপল দাস নামের একজনের ফেসবুক আইডি থেকে এই ভিডিও ও ছবি প্রকাশ করা হয়।
১ মিনিট ৩০ সেকেণ্ডের ভিডিওতে দেখা যায়, ফেনসিডিলের বোতল হাতে নিয়ে আমবাগানে হাঁটছেন ছাত্রলীগ নেতা নাহিদ শিকদার এবং মাদক সেবনের জন্য প্রস্তুত হচ্ছেন। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় রাজনৈতিক অঙ্গনে সমালোচনার ঝড় বইছে।
তবে নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন নাহিদ শিকদার। তার দাবি, ভিডিওটি কেউ এডিট করে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন।
এর আগেও নাহিদ শিকদারের বিরুদ্ধে গণমাধ্যমে চাঁদাবাজি ও ছিনতাইয়ের অভিযোগে সংবাদ প্রকাশিত হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত নাহিদ শিকদারকে ছাত্রলীগ থেকে বহিষ্কারের দাবি উঠেছে।
উল্লেখ্য, ২০২০ সালের ১০ ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন নাহিদ শিকদার।