নেত্রকোনার দুর্গাপুরে খ্রিস্টান সম্পদ্রায়ের বড় ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’ উপলক্ষে খ্রিস্টান ধর্মালম্বীদের মধ্যে ব্যক্তিগত তহবিল থেকে বড়দিনের উপহার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় পৌর মেয়র আলাউদ্দিন এ উপহার সামগ্রী বিতরণ করেন।
এ উপলক্ষ্যে তেরীবাজার এলাকায় তার ব্যবসায়িক কার্যালয়ে প্রায় ৩ শতাধিক আদিবাসী নারী ও পুরুষের মধ্যে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন।
এ সময় অন্যদের মধ্যে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, আওয়ামী লীগ নেতা সাদেক সরকার, মো. আলম, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিমসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
নতুন কাপড় হাতে পেয়ে আদিবাসী নারী ফিলিসন মারাক বলেন, বড়দিন উপলক্ষ্যে এই প্রথম কোনো পৌর মেয়র আমাদের নতুন কাগড় দিলেন, আমাদের খোঁজ নিলেন, ঈশ্বর তার মঙ্গল করুন।
মেয়র আলাউদ্দিন বলেন, পৌর মেয়র হিসেবে নয়, আমি এ মাটির সন্তান হিসেবে সব সময়ই সব ধর্মের উৎসব পালনে সহায়তা করে থাকি।
মহান আল্লাহ্ পাক আমায় যে সামর্থ দিয়েছেন, তা দিয়ে আমি যেন সব সময় সাধারণ মানুষের প্রয়োজনে তাদের পাশে থাকতে পাড়ি, অসহায় মানুষের সেবা করতে পারি, তাদের মুখে হাসি ফোটাতে পারি, আপনারা আমার জন্য দোয়া করবেন।