দীর্ঘ ১৮ বছর পর পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের ১টি ও বোদা উপজেলার ৯টি ইউনিয়নে চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে ভোটগ্রহণ চলছে। কনকনে শীতকে উপেক্ষা করে সকাল থেকে উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে ভোট প্রদান করছে ভোটারেরা।
আজ সকাল ৮টায় আটোয়ারী ও বোদা উপজেলার ১০টি ইউনিয়নের মোট ৯০টি ভোট কেন্দ্রে এক যোগে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ শুরু হয়েছে। ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।
ভোটারেরা শীত উপেক্ষা করে সকাল থেকে উৎসব মুখর পরিবেশে ভোট কেন্দ্রগুলোতে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছে। বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি আরো বাড়তে থাকে। তবে সকাল থেকে নারী ভোটারদের উপস্থিতি বেশী লক্ষ করা গেছে। এদিকে ভোট কেন্দ্রগুলো ও কেন্দ্রের আশে-পাশে আইনশৃংখলাবাহী মোতায়েন রয়েছে।