হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানে অস্ত্র ও গোলাবারুদের সন্ধান পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় অভিযান চালাচ্ছে কাউন্টার টেররিজম ইউনিট। আজ সোমবার ভোর থেকে এ অভিযান চালাচ্ছে তারা।
সিটিটিসির ডিসি আব্দুল মান্নান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সাতছড়ি জাতীয় উদ্যানে সিটিটিসির অভিযানে ইতোমধ্যে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার হয়েছে। অভিযান এখনো চলছে। পরে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান সিটিটিসির এই কর্মকর্তা।
হবিগঞ্জের ডিআইও (১) সৈয়দুল মোস্তাকিম জানান, পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের একদল সদস্য অবৈধ অস্ত্রের সন্ধানে অভিযান চালাচ্ছে। ঢাকা থেকে কাউন্টার টেররিজম ইউনিটের একজন সিনিয়র পুলিশ কর্মকর্তার নেতৃত্বে এ অভিযান চলছে।
এর আগে সাতছড়ি জাতীয় উদ্যান থেকে অস্ত্র উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত ১৩ আগস্ট সন্ধ্যায় সাতছড়ি উদ্যানের মূল ফটক থেকে প্রায় আধা কিলোমিটার দূরে মাটির নিচ থেকে ৯টি একনলা বন্দুক, তিনটি পিস্তল ও ১৯ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করে। গত ২ মার্চ বিজিবি বিশেষ অভিযান চালিয়ে ১৮টি ট্যাংক বিধ্বংসী রকেট লঞ্চার উদ্ধার করে। এ নিয়ে সাতছড়ি জাতীয় উদ্যানে অষ্টমবারের মতো অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা করা হলো।