স্বপ্নের মতো দ্বিতীয় শেষ করা বাংলাদেশ তৃতীয় দিনের শুরুতেই হোঁচট খায়। আগের দিনে ৭০ রানে অপরাজিত থাকা ওপেনার মাহমুদুল হাসান জয়কে এই দিন থিতু হওয়ার আগেই ফেরান নেইল ওয়াগনার। বিরতির খানিক সময় আগে ট্রেন্ট বোল্টের শিকার হন মুশফিকুর রহিম। এই প্রতিবেদন লিখার সময় বাংলাদেশ ২২০/৪ (৯৩ ওভার)।
আজ সোমবার মাউন্ট ম্যাঙ্গুইন টেস্টের তৃতীয় দিনে ব্যাট করছে বাংলাদেশ। আগের দিনের দুই অপরাজিত ব্যাটার জয় ও মুমিনুলের শুরুটা মলিন করে দেন ওয়াগনার। তৃতীয় ওভারের শেষ বলেই জয়কে (৭৮) সাজঘরে ফেরান তিনি।
চতুর্থ উইকেটের জুটি মুশফিকুর রহিমকে নিয়ে দলীয় দুইশো রান পার করেন মুমিনুল। ১৯ রানের এই জুটিকে এগোতে দেননি বোল্ট। লাঞ্চ বিরতির ঠিক ২০মিনিট আগেই দারুণ এক বলে মুশফিকে বোল্ড করেন তিনি। ৫৩ বল মোকাবিলায় ১৫ রান করে সাজঘরে ফেরেন এই ব্যাটার। এরপর লিটন দাস ও মুমিনুলের ১৭ রানের অবিচ্ছেদ্য জুটিতে ভর করে মধ্যাহ্ন বিরতিতে যায় বাংলাদেশ।