শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ১০:৪৪ অপরাহ্ন

নাইক্ষ্যংছড়ির গহীন পাহাড়ে অস্ত্রসহ আটক ৪ রোহিঙ্গা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৭ জানুয়ারী, ২০২২
  • ৯৬ বার

কক্সবাজার-বান্দরবান সীমান্তের নাইক্ষ্যংছড়ির গহীন পাহাড়ে অভিযান চালিয়ে অস্ত্রসহ চার রোহিঙ্গাকে আটক করেছে র‍্যাব। শুক্রবার (৭ জানুয়ারি) উপজেলার ঘুমধুমের তুমব্রুর পাহাড় থেকে তাদের আটক করা হয়।

কক্সবাজার র‍্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল খায়রুল ইসলাম সরকার বিষয়টি নিশ্চিত করে বলেছেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়।

র‍্যাবের হাতে আটককৃতরা হলেন উখিয়ার কুতুপালং ক্যাম্প-১ এর মৃত আশুক জামানের ছেলে মোহাম্মদ নূর (৩২), ইমাম হোসেনের ছেলে নাজিমুল্লাহ (৩৪), আবদুস সবুরের ছেলে খায়রুল আমিন (১৯) ও থাইংখালী ক্যাম্প-১৩ এর ছৈয়দুল ইসলামের ছেলে আমান উল্লাহ (২৩)।

এ সময়য় মাটিতে পুঁতে রাখা অবস্থায় ২টি একনলা বন্দুক, ২টি থ্রি-কোয়ার্টার বন্দুক, ২টি দেশি পিস্তল, ১টি বিদেশি কার্বাইন (এসএমসি),১টি বিদেশি পিস্তল, এসএমসির ম‍্যাগাজিন ৩টি, বিদেশি পিস্তলের ম‍্যাগাজিন ২টি, ১২ রাউন্ড তাজা এ্যামুনিশন এবং ৬ রাউন্ড খালি কার্তুজ উদ্ধার করে র‍্যাব।

এদিকে, আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনী পদক্ষেপ প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন র‍্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com