শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১১:২৮ পূর্বাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি-ছাত্রলীগের সমাবেশে আজ ১৪৪ ধারা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ৮ জানুয়ারী, ২০২২
  • ১০৬ বার

ব্রাহ্মণবাড়িয়ায় একই স্থানে ও একই সময়ে জেলা বিএনপি ও জেলা ছাত্রলীগ পাল্টাপাল্টি সমাবেশ আহ্বান করায় সমস্ত পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। আজ ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে। এদিন দুপুরে পৌর এলাকার ফুলবাড়িয়া কনভেনশন সেন্টার প্রাঙ্গণে পাল্টাপাল্টি সমাবেশ আহ্বান করা হয়েছিল। এর মধ্যে সমাবেশের গতকাল দুপুরে জেলার শীর্ষ ৩ নেতাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন)-এর সত্যতা স্বীকার করেছেন। গত সপ্তাহে ডাকা জেলা বিএনপি এই সমাবেশে কেন্দ্রীয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ব্যারিস্টার রুমিন ফারহানা, চেয়ারপার্সনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়াসহ কেন্দ্রীয় বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত থাকার কথা রয়েছে। এদিকে একইস্থানে একই সময়ে ছাত্র সমাবেশ আহ্বান করে জেলা ছাত্রলীগ। এমন পরিস্থিতিতে শহরবাসীর মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠার সৃষ্টি হয়। সমাবেশস্থলে পুলিশ মোতায়েন করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ ও প্রশাসন মোল্লা মোহাম্মদ শাহিন জানান, ৩ নেতাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। প্রসঙ্গত, এর আগেও জেলা বিএনপির পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়ায় সমাবেশ আহ্বান করা হয়। তবে ইউনিয়ন পরিষদ নির্বাচনের কারণে সে সময় সমাবেশ করতে পারেনি। গত ৫ জানুয়ারি পঞ্চম ধাপের ইউপি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর এই স্থানে সমাবেশ আহ্বান করে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com