বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১১:০১ অপরাহ্ন

নৌকার প্রার্থী হারবে না, যদি বলে কোনো কথা নেই : শামীম ওসমান

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২
  • ১৮৯ বার

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে শেষ মুহূর্তে ভোট প্রদান করেছেন স্থানীয় সংসদ সদস্য একেএম শামীম ওসমান। নাসিক নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী হেরে গেলে- প্রার্থী হারবে না প্রতীক হারবে? ভোটপ্রদান শেষে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শামীম ওসমান বলেন, নৌকার প্রার্থী হারবে না, যদি বলে কোনো কথা নেই।

এ সময় তিনি বলেন, ‘গণমাধ্যমের সক্রিয় ভূমিকার কারণে নারায়ণগঞ্জে ভোটের পরিবেশ শান্ত ছিল। নির্বাচনে জয়-পরাজয় থাকবেই। শান্তিপূর্ণ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।’

শামীম ওসমান বলেন, জনগণ সন্তুষ্ট। তারা শান্তিপূর্ণভাবে ভোট প্রদান করেছেন। আর এজন্য ধন্যবাদ দেব মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। তবে এই এগিয়ে যাওয়া রুখতে দেশে-বিদেশে ষড়যন্ত্র হচ্ছে।

এদিকে, সময় শেষ হওয়ার মাত্র ৩০ মিনিট আগে ভোট দিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান। আজ রোববারবেলা সাড়ে ৩টায় আদর্শ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তিনি।

ইভিএমে ভোট দিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন শামীম ওসমান। একজন সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি বললেন, ‘প্রথমবার ইভিএমে ভোট দিয়ে কতটা আনন্দ পেলাম? আমার বউ যখন “কবুল” বলেছিল, সেরকম আনন্দ হল ইভিএমে ভোট দিয়ে।’

ভোট শেষে তিনি জানান, আইন মেনে রিকশায় চড়ে তিনি ভোট দিতে এসেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com