ঠাকুরগাঁও সদর উপজেলার পটুয়া পাইকপাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ২১টি পরিবারের ৬৪টি ঘর ও গবাদি-পশুসহ পুড়ে ছাই হয়ে যায়। এছাড়াও আরও ক্ষতিগ্রস্ত হয়েছে ১০-১২টি পরিবার। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এখনো জানা যায়নি আগুনের সূত্রপাত কোথা থেকে হয়েছে।
বুধবার রাত ১১টায় সদর উপজেলার জামালপুর ইউনিয়নের পটুয়া পাইকপাড়া গ্রামে এ অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঢাকায় অবস্থানরত ঠাকুরগাঁও জেলা প্রশাসক (ডিসি) মাহাবুবুর রহমান সদর উপজেলা ইউএনও আর এসিল্যান্ডকে দ্রুত ওই ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শীতের গরম কাপড় ও ত্রাণ দেওয়ার জন্য নির্দেশ দেন। ডিসির নির্দেশনা পেয়ে রাতেই শীতের কাপড় ও ত্রাণ নিয়ে ছুটে যান সদর ইউএনও আর এসিল্যান্ড।
অগ্নিকাণ্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের ইনচার্জ ফরহাদ হোসেন।
ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু হাতের মোহম্মদ সামসুজ্জামান বলেন, অগ্নিকাণ্ডের ঘটনাটি মর্মান্তিক। সেখানে রাতেই জেলা প্রশাসকের নির্দেশে ত্রাণ সামগ্রী ও প্রয়োজনীয় শীতবস্ত্র পাঠানো হয়েছে। এছাড়াও আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।