ময়মনসিংহের ফুলপুরে বাবার লাশ দেখে অজ্ঞান হওয়ার পর শোকে তার প্রবাসী ছেলেরও মৃত্যু হয়েছে। গতকাল শনিবার উপজেলার ভাইটকান্দি ইউনিয়নের গায়রা মিসকিপাড়া গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন- বাবা ফুলপুর উপজেলার গায়রা মিচকীপাড়া গ্রামের কৃষক আব্দুল জলিল আকন্দ (৬৫) ও তার ছেলে জুলমত হোসেন আকন্দ (২৮)। দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও শ্বাসকষ্ট রোগে ভুগছিলেন আব্দুল জলিল আকন্দ।
স্থানীয়রা জানান, শনিবার শারীরিক অসুস্থতা নিয়েই বিদেশ ফেরত ছেলে জুলমত হোসেন আকন্দের বিবাহের জন্য এক জায়গায় পাত্রী দেখতে যান আব্দুল জলিল আকন্দ। সেখান থেকে বাড়ি এসে আরও বেশি অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাত দেড়টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এরপর বাবার লাশ বাড়িতে পৌঁছলে তার মৃত্যুশোকে ছেলে জুলমত হোসেনও অজ্ঞান হয়ে যায়। সঙ্গে সঙ্গে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে আজ রোববার ভোর ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।