রাজশাহী মহানগরীর পদ্মাপাড়ের উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনে গৃহীত বিভিন্ন কাজ চলমান রয়েছে। নগরবাসীর বিনোদনের জন্য অন্যতম এ বিনোদন কেন্দ্রকে আরো আকর্ষণীয় ও দৃষ্টিনন্দন করতে উন্নয়নকাজ বাস্তবায়ন করছে রাজশাহী সিটি করপোরেশন। বর্তমানে দুই কোটি ৮৮ লাখ টাকার উন্নয়নকাজ চলমান রয়েছে। কাজের আওতায় সীমানা প্রাচীর, সৌন্দর্যবর্ধক গ্রিলদ্বারা বেষ্টিত রেলিং, ওয়াকওয়ে, দর্শনার্থীদের বসার বেঞ্চ ও ক্যাফেটেরিয়া সংস্কার করা হচ্ছে। লালনশাহ বাঁধ সংলগ্ন রাস্তাটি প্রশস্তকরণসহ ফুটপাথ নির্মাণ প্রক্রিয়াধীন রয়েছে। পদ্মা গার্ডেন সংলগ্ন সেতু থেকে শাহ মখদুম রহ: মাজার সংলগ্ন সেতু পর্যন্ত ওয়াকওয়ে নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে হজরত শাহ মখদুম রহ: মাজার সংলগ্ন এলাকায় একটি ও পদ্মা গার্ডেন সংলগ্ন এলাকায় আরেকটি ঝুলন্ত ওভারব্রিজ নির্মাণ করা হয়েছে। উন্নয়নকাজ সম্পন্ন হলে রাজশাহী মহানগরীর অন্যতম উন্মুক্ত বিনোদন কেন্দ্র পদ্মাপাড় নতুন রূপ পাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, পদ্মাপাড় সংলগ্ন দরগাপাড়ায় অবস্থিত হজরত শাহ মখদুম রহ: মাজার শরীফ। পদ্মাপাড়ে সিটি করপোরেশনের উদ্যোগে গড়ে তোলা হয়েছে লালনশাহ পার্ক। শাহ মখদুম রহ: মাজার শরীফ ও পদ্মাপাড়ের সৌন্দর্য দেখতে প্রতিদিন ছুটে আসেন বহু দর্শনার্থী। ৯৮ লাখ ১৫ হাজার টাকা ব্যয়ে নির্মিত দৃষ্টিনন্দন ওভারব্রিজ দু’টি ২০২০ সালের ১৩ ফেব্রুয়ারি আনুষ্ঠানিক উদ্বোধন করেন মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। সেতুর সৌন্দর্য বর্ধনে করা হয়েছে নান্দনিক গ্রাফিটি। পদ্মাপাড়ে আকর্ষণ বাড়াতে ইতোমধ্যে যুক্ত হয়েছে দু’টি বিচ বাইক ও ১০টি বিচ চেয়ার, যা নগরবাসীর মধ্যে সাড়া ফেলেছে। এছাড়া পদ্মা গার্ডেন থেকে লালন শাহ পার্ক পর্যন্ত পদ্মাপাড়ের ওয়াকওয়েতে ৪০টি পোলে এলইডি লাইট লাগানো হয়েছে। এ কারণে রাতেও স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারছেন দর্শনার্থীরা।