বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১২:১৪ পূর্বাহ্ন

ঈশ্বরগঞ্জে ১১ ইউপির ৩টিতে নৌকা জয়ী

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৪১ বার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাত্র তিনটি ইউপিতে জয় পেয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীরা।

সোমবারের এ নির্বাচনে বাকি ইউপিগুলোর মধ্যে তিনটিতে আওয়ামী লীগের বিদ্রোহী, তিনটিতে জাতীয় পার্টি (লাঙ্গল) ও দুটিতে স্বতন্ত্র প্রার্থীরা বেসরকারিভাবে জয়ী হয়েছেন।

বিজয়ীরা হলেন- ১ নম্বর ঈশ্বরগঞ্জ ইউনিয়ন পরিষদে আবু হানিফা (নৌকা-৫৬১২ ভোট), ২ নম্বর সোহাগী ইউনিয়নে কাদির আহম্মেদ ভূইয়া (ফ্যান-৪০৪৯ স্বতন্ত্র), ৩ নম্বর সরিষা ইউনিয়নে একরাম হোসেন (চশমা-৮২৮৯ আ’লীগ বিদ্রোহী), ৪ নম্বর আঠারবাড়ি ইউনিয়নে জুবের আালম কবির (নৌকা-১০০৪৮), ৫ নম্বর জাটিয়া ইউনিয়নে শামসুল হক ঝন্টু (চশমা-৪৫৫৮ আ’লীগ বিদ্রোহী), ৬ নম্বর মাইজবাগ ইউনিয়ন পরিষদে ছাইদুল ইসলাম বাবুল (লাঙ্গল-৫২৩৫), ৭ নম্বর মগটুলা ইউনিয়ন পরিষদে মো: শিহাব উদ্দিন আকন্দ (আনারস-৪৯১৬ স্বতন্ত্র), ৮ নম্বর রাজিবপুর ইউনিয়নে আব্দুল আলী ফকির (লাঙ্গল-৫৭৩৯), ৯ নম্বর উচাখিলা ইউনিয়নে আনোয়ারুল হাসান খান সেলিম (লাঙ্গল-৬৪৩৯), ১০ নম্বর তারুন্দিয়া ইউনিয়নে হাসান মাহমুদ রানা (নৌকা-৩৭২১) ও ১১ নম্বর বড়হিত ইউনিয়নে আজিজুল হক ভূঞা (ঘোড়া-৫৪৭৩ আ’লীগ বিদ্রোহী)।

উপজেলা নির্বাচন অফিসার মাহবুবুল হক তথ্যগুলো নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com