বাক-প্রতিবন্ধী মানুষ কতটা সংগ্রাম করে বেঁচে থাকেন সেই গল্পে ভালোবাসা দিবসে নির্মাণ হয়েছে নাটক ‘হৃদ মাঝারে’। মাহমুদ মাহিনের গল্প ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন ছোট পর্দার এ সময়ের জনপ্রিয় জুটি মুশফিক আর ফারহান ও কেয়া পায়েল।
সুলতান এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে অবমুক্ত হওয়ার পর নেটিজেনদের প্রশংসায় ভাসছেন মুশফিক আর ফারহান। নাটকটিতে একজন বাক-প্রতিবন্ধীর চরিত্রে অভিনয় করেছেন তিনি।
মুশফিক আর ফারহান বলছিলেন, ‘এটা বড় একটা চ্যালেঞ্জিং বিষয়। প্রায় ৬১ মিনিটের নাটকে এক বোবার চরিত্রে অভিনয় কঠিন ব্যাপার। যখন আমার হাতে স্ক্রিপ্টটি আসে তখনই মনে হয়েছিল চ্যালেঞ্জিং কাজ। এখন অবধি অনেক মানুষ নাটকটা দেখেছে। অনেক সাড়া পাচ্ছি, আমাদের ইন্ডাস্ট্রির পরিচালক, শিল্পীদের কাছ থেকে ফোন পাচ্ছি। সবাই আমার অভিনয়ের প্রশংসা করলেন। অনেক রিভিউ পাচ্ছি সামাজিক যোগাযোগমাধ্যমগুলো থেকে। দেশের বাইরে থেকেও সাড়া পাচ্ছি। এখন মনে হচ্ছে- শুটিংয়ের সময় যে কষ্টটা করতে হয়েছে, সেটি সার্থক হয়েছে।’
অন্যদিকে অপূর্ব ও কেয়া পায়েল জুটির ‘উড়ছি তোমার প্রেমে’ নাটকটিও দর্শকমন জয় করেছে। জাকারিয়া সৌখিন পরিচালিত এ নাটকে রোমান্টিকতা ছাড়াও রয়েছে হৃদয়কাড়া প্রেমের গল্প। সবকিছু মিলিয়ে নাটকটিতে অন্যরকম অভিনয় করেছেন অপূর্ব ও কেয়া। আফরান নিশো-তানজিন তিশা অভিনীত ও মহিদুল মহিম পরিচালিত ‘ঘটক’ নাটকটিও মজা দিয়েছে দর্শকদের।
আবার নিশো-মেহজাবিন জুটির ‘পার্টনারশিপ’ নাটকটিও নজর কেড়েছে। অন্যদিকে অপূর্ব-সাবিলা নূর জুটির ‘স্পাই লাভ’ আলোচনার জন্ম দিয়েছে। এটি পরিচালনা করেছেন রুবেল হাসান। এ ছাড়া মিজানুর রহমান আরিয়ান পরিচালিত ‘লাফ’ নাটকটিও এবারের ভালোবাসা দিবসে আলোচনায় আছে। কাজল আরেফিন অমির ‘দই’ নাটকটিও দর্শক সাড়া ফেলেছে। এদিকে ফারহান আর ফারিন জুটির ‘তুমি আসবে বলে’ নাটকটি দর্শকপ্রিয় হয়েছে। ভালোবাসার মাদকতায় ভরপুর এ নাটকটি পরিচালনা করেছেন মাহমুদ মাহিন।
এ ছাড়া সবচেয়ে দ্রুত সময়ে ৫০ লাখ ভিউ অতিক্রম করেছে নিশো-মেহজাবীনের ‘ঢাকা টু দুবাই’ নাটকটি। এটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মহিদুল মহিম। নাটকটি প্রকাশ করেছে সিএমভি। ‘ঢাকা টু দুবাই’-এর বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছেন শহীদুল আলম সাচ্চু। আরও আছেন নিকুল কুমার মণ্ডল।