সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫, ১০:০০ অপরাহ্ন

রুশ বাহিনীকে ব্যারাকে ফিরে যাওয়ার আহ্বান জাতিসংঘ মহাসচিবের

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ১২২ বার

ইউক্রেনে হামলা বন্ধ করে রুশ বাহিনীকে ব্যারাকে ফিরে যাওয়ার জোর আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেস। তিনি বলেন, ‘শান্তির জন্য আরেকটা সুযোগ দিতে হবে।’ ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘে নিরাপত্তা পরিষদে গতকাল শুক্রবার এক সংক্ষিপ্ত বৈঠকের পর তিনি এ আহ্বান জানান।

বৈঠকের পরপরই টুইট বার্তায় গুতেরেস বলেন, ‘ইউএন-এর জন্ম হয়েছিল যুদ্ধ থেকে যুদ্ধ শেষ করার জন্য। কিন্তু সেই লক্ষ্য আজও অর্জিত হয়নি। তবে আমাদের কখনই হাল ছেড়ে দেওয়া উচিত নয়। শান্তির জন্য আমাদের অবশ্যই আরেকটা সুযোগ দিতে হবে।’

এ অবস্থায় অবলিম্বে রুশ সেনাদের ব্যারাকে ফিরে যাওয়ার অনুরোধ করেন জাতিসংঘ মহাসচিব। এর আগে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইউক্রেন ইস্যুতে ভোটাভুটি অনুষ্ঠিত হয়েছে। সেখানে রাশিয়াসহ দেশটির মিত্ররা উত্থাপিত প্রস্তাবে ভেটো দেয়।

রাশিয়ার ভেটোর পর মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা টমাস-গ্রিনফিল্ড বলেন, ‘নিরাপত্তা পরিষদের দায়িত্বহীন সদস্যের বেপরোয়া, দায়িত্বহীন হামলা সত্ত্বেও ইউক্রেন ও এর জনগণের পাশে আমরা ঐক্যবদ্ধ।’

এদিকে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যারা এই খসড়া সমর্থন করেননি সেসব সদস্যদের ধন্যবাদ জানান জাতিসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত ভাসিলি নেবেনজিয়া। এই ব্যাপারটিকে তিনি ‘রাশিয়া-বিরোধী’ বলে অভিহিত করেন।

জাতিসংঘ মহাসচিব যখন ইউক্রেন যুদ্ধ বন্ধের ডাক দিয়েছেন তখন রুশ সেনারা কিয়েভে দফায় দফায় হামলা চালিয়ে যাচ্ছে। ইউেক্রেন বাহিনীর প্রতিরোধ ভাঙতে চলছে হামলা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com