প্রথম ডোজের কোভিড টিকা আর দেয়া হবে না- এমন ঘোষণায় বরিশালের গণটিকা কেন্দ্রগুলোতে মানুষের ঢল নেমেছে। আগে নানা কারণে টিকা না নিলেও শেষ সময়ে করোনা সুরক্ষার আওতায় আসতে পেরে খুশি সাধাণি জনগণ। গণটিকার ভিড় সামলাতে স্থায়ী, অস্থায়ী এবং ভ্রাম্যমাণ টিকা কেন্দের ব্যবস্থা করেছে সিটি করপোরেশন।
আজ সকাল সাড়ে ৯টায় শুরু হওয়া গণটিকা কার্যক্রম যতক্ষন পর্যন্ত আগ্রহীরা আসবে ততক্ষণ চলবে বলে জানিয়েছেন দায়িত্বপ্রাপ্তরা।
বিভাগীয় স্বাস্থ্য অফিস জানায়, বিভাগের ৬ জেলা ও সিটি করপোরেশন এলাকার প্রায় ৫৮ লাখ মানুষকে টিকার প্রথম ডোজ ও ৪২ লাখ মানুষকে দ্বিতীয় ডোজ টিকা দেয়া হয়েছে। ৭০ ভাগ মানুষকে টিকার আওতায় আনতে হলে আরও ১২ লাখ মানুষকে টিকা দিতে হবে। ১২ বছর উর্ধ্ব যাদের জন্ম নিবন্ধন কিংবা জাতীয় পরিচয়পত্র নেই, যারা রেজিস্ট্রেশন করতে অক্ষম সেই সব মানুষকে টিকার আওতায় আনতে লিস্টিং করে তাদের টিকা দেয়া হচ্ছে। প্রতিটি ইউনিয়নে ৩টি করে বিভাগে মোট ১ হাজার ৫০টি কেন্দ্রে গণটিকা দেয়া হচ্ছে।