রোববার সকালে আচমকাই ভারতের মুম্বাইয়ের একটা বড় অংশ বিদ্যুৎহীন হয়ে পড়ে। যার জেরে চরম ভোগান্তির মুখে পড়তে হয় শহরবাসীদের।
বৃহন্মুম্বই পুরনিগমের কমিশনার ইকবাল সিংহ চহাল জানিয়েছেন, টাটা বিদ্যুৎকেন্দ্রের একটা অংশ বসে যাওয়ায় বিদ্যুৎহীন হয়ে পড়েছে মুম্বাইয়ের একটা বড় অংশ। তবে যত দ্রুত সম্ভব পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।
ইকবাল বলেন, মুলুন্দ-ট্রম্বের টাটা বিদ্যুৎ কেন্দ্রের এমএসইবি ২২০ কেভি ট্রান্সমিশন লাইন বসে যাওয়ায় মুম্বইয়ের বেশির ভাগ জায়গায় বিদ্যুৎ চলে গেছে বলে জানিয়েছে শহরের প্রধান বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা বেস্ট।
বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা বেস্ট বিবৃতি দিয়ে জানিয়েছে, টাটা বিদ্যুৎ কেন্দ্রের গ্রিড বসে যাওয়ায় সিওন, মাটুঙ্গা, পারেল, দাদর, সিএসএমটি, বাইকুল্লা, চার্চগেটসহ বিশাল অংশে বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে।
সূত্র : আনন্দবাজার