যুদ্ধরত রাশিয়ার বিশেষ বাহিনীর সেনাদের ‘বীরত্বের’ প্রশংসা করেছেন প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘ইউক্রেনে রুশ আগ্রাসন গণহত্যার শামিল’। খবর বিবিসি ও দ্য গার্ডিয়ানের।
রবিবার পুতিন টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে বলেন, তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা, যারা এখন পূর্ব ইউক্রেনের দনবাসে স্বাধীন দুই প্রজাতন্ত্রের জনগণকে সহায়তা প্রদানের জন্য বিশেষ এক অভিযানের সময় বীরত্বের সঙ্গে তাদের সামরিক দায়িত্ব পালন করছেন। কিন্তু একই দিন ভিডিও বার্তায় জেলেনস্কি বলেছেন, ‘এটি সন্ত্রাসবাদ। তারা ইউক্রেনীয় শহরগুলোতে আরও বেশি বোমাবর্ষণ করতে যাচ্ছে। তারা আরও বেশি চতুরতার সঙ্গে আমাদের শিশুদের হত্যা করতে যাচ্ছে। আমাদের ভূমিতে একটি অশুভ শক্তি এসেছে, যাকে অবশ্যই ধ্বংস করা হবে।’
অন্যদিকে জেলেনস্কি টুইটারে লিখেছেন, ‘ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে আবেদন করেছে। রাশিয়াকে অবশ্যই তার আগ্রাসন ও গণহত্যার জন্য জবাবদিহিতার আওতায় আনা হবে।’
তিনি বলেন, ‘আবেদনে আমরা রুশ বাহিনীর আগ্রাসন এখনই বন্ধ করার আদেশ দেওয়া এবং আগামী এক সপ্তাহের মধ্যে রাশিয়ার বিরুদ্ধে বিচার শুরু করার অনুরোধ জানিয়েছি।’