বরগুনা শহরে জমি কেনার টাকা নিয়ে উধাও স্বামীকে খুঁজে পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্ত্রী নাজমা আক্তার। শনিবার দুপুর ১২টায় বরগুনা সাংবাদিক ইউনিয়নে এ সংবাদ সম্মেলন করেন নাজমা।
সদর থানার জিডি সূত্রে জানা গেছে, নিখোঁজ আমিনুল ইসলাম (৩০) সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের নুরুল ইসলাম মাস্টারের ছেলে। গত ২৮ ফেব্রুয়ারি বরগুনা পৌরসভার ধানসিঁড়ি এলাকার ভাড়া বাসা থেকে তিনি নিখোঁজ হন।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী নাজমা আক্তার বলেন, তার স্বামী গত ২৮ ফেব্রুয়ারি সকাল ১০টার দিকে শহরের ধানসিঁড়ি রোড এলাকার ভাড়াটিয়া বাসা থেকে তার জমি কেনার ৮০ হাজার টাকা নিয়ে উধাও হয়ে যান। এরপর ওই দিনই সদর থানায় নিখোঁজের বিষয়ে সাধারণ ডায়েরি করেন তিনি। তবে, ৬ দিন পার হলেও এখন পর্যন্ত তার স্বামীর কোনো সন্ধান দিতে পারেনি পুলিশ। দ্রুত স্বামীকে ফিরে পেতে ও তার আত্মগোপণের কারন বের করতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
গৃহবধূ নাজমা আরো বলেন, ‘স্বামী নিখোঁজ হওয়ায় আমাকে বিভিন্নভাবে চাপ দিচ্ছে শ্বশুরবাড়ির লোকজন। তারা বলছে, আমি নাকি স্বামীকে খুন করে লুকিয়ে রেখেছি। আমি এমন অপবাদ থেকে মুক্তি চাই এবং আমার স্বামীর সন্ধান চাই।’
এ বিষয়ে বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী আহম্মদ বলেন, স্বামী নিখোঁজের ঘটনায় গৃহবধূ নাজমা থানায় জিডি করেছেন। আশা করি দ্রুত সময়ে বিষয়টির সমাধান হবে। আমরা গুরুত্ব সহকারে এটি দেখছি।