ইউক্রেনে রুশ বাহিনীর হামলার প্রেক্ষাপটে ‘নো ফ্লাই জোন’ বিষয়টি আলোচনায় এসেছে। কিয়েভের পক্ষ থেকে বারবার ন্যাটো বা পশ্চিমা দেশগুলোর প্রতি অনুরোধ করা হচ্ছে, ইউক্রেনের আকাশকে যেন নো ফ্লাই জোন ঘোষণা করা হয়। তবে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলো তা না করে বলছে, এটি করলে রাশিয়া আরও বিপজ্জনক হয়ে উঠতে পারে। এমন টানাপড়েনের মধ্যে মার্কিন প্রভাবশালী রিপাবলিকান সিনেটর মার্কো রুবিও বলেছেন, নো ফ্লাই জোন ঘোষণা করা মানেই তৃতীয় বিশ^যুদ্ধ শুরু হওয়া। গত রবিবার সিএনএনকে এ কথা বলেন তিনি।
মার্কো রুবিও বলেন, নো ফ্লাই জোন মানে কী তা আগে সবাইকে বুঝতে হবে। এটা এমন কিছু নিয়ম নয় যেটা আপনি পাস করেন আর সেটা সবাইকে মেনে চলতে হবে। এটা হবে রুশ বিমানকে গুলি করে ভূপাতিত করার ইচ্ছামাত্র। এ কারণে ইউক্রেনের আকাশকে নো ফ্লাই জোন ঘোষণা করা মানেই হচ্ছে তৃতীয় বিশ^যুদ্ধ শুরু হওয়া।
অন্যদিকে ডেমোক্র্যাট সিনেটর ক্রিস্টোফার মারফি ফক্স নিউজকে বলেছেন, তিনি বিশ্বাস করেন যে, ইউক্রেনে নো ফ্লাই জোন কার্যকর করাটা যুক্তরাষ্ট্র বা ইউরোপের স্বার্থের জন্য সহায়ক হবে না।