কুড়িগ্রাম পৌরসভার পুরাতন রেলস্টেশন এলাকায় হরিজন সম্প্রদায়ের বিয়ে বাড়িতে নাচানাচির সময় ধাক্কা লাগা নিয়ে বাগবিতণ্ডার জেরে বরের খালাতো ভাইকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত রাহুল বাসফোর (১৮) গাইবান্ধা সদর উপজেলার কাচারী বাজার এলাকার প্রদীপ বাসফোরের ছেলে।
বরপক্ষের লোকজন জানায়, গতকাল রোববার রাত ১০টার দিকে তারা গাইবান্ধা সদর থেকে কুড়িগ্রাম পৌর এলাকায় সুমন বাসফোরের বাড়িতে যান। কনে ছিলেন সুমনের মেয়ে। রাতে বিয়ে সম্পন্ন হওয়ার পর সোমবার সকাল সাড়ে ৭টার দিকে বরপক্ষকে বিদায়ের আনুষ্ঠানিকতা চলছিল। তখন কনেপক্ষের কয়েকজন তরুণ মদ খেয়ে মাতাল অবস্থায় নাচানাচি করছিলেন। এ সময় বরপক্ষের একজনের সঙ্গে তাদের ধাক্কা লাগলে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। পরে তাদের মধ্যে মারামারি হয়। এতে বরের ছোট ভাইসহ অন্তত তিনজন আহত হন। উপস্থিত লোকজনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও ঘণ্টাখানেক পর বরপক্ষের লোকজন রেলস্টেশন বাজার মোড়ে অবস্থান করছিলেন। এ সময় কনেপক্ষের এক যুবক এসে রাহুলের বুকে ছুরি মারেন, এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বর রনি বাসফোরের বাবা স্বপন বাসফোর বলেন, ‘বিয়ের কাজ ঠিকমতোই শেষ হয়েছিল। যখন আমরা মেয়েকে নিয়ে যাব তখন বিয়ের বাড়ির বাইরে এ ঘটনা ঘটেছে। আমরা এ হত্যার বিচার চাই।’
কনের বাবা সুমন বাসফোর বলেন, ‘ঘটনার সময় আমি বাড়িতেই ছিলাম। ওদিকে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা আমার জানা নাই।’
এ বিষয়ে কুড়িগ্রাম সদর থানার ওসি খান মো. শাহরিয়ার জানান, লাশের ময়নাতদন্তের ব্যবস্থা নেওয়া হচ্ছে। জড়িতদের আটক করতে অভিযান চালাচ্ছে পুলিশ।