মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৪৩ পূর্বাহ্ন

করোনায় মৃত্যু আরও বেড়েছে, সংক্রমণ বেশি দক্ষিণ কোরিয়ায়

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ৯ মার্চ, ২০২২
  • ১১৯ বার

সারাবিশ্বে গত একদিনে মৃত্যুর সংখ্যা বেড়েছে, একইসঙ্গে পূর্বের দিনের তুলনায় বেড়েছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। নতুন করে আক্রান্তের সংখ্যা পৌঁছেছে প্রায় ১৬ লাখে আর মারা গেছে সাড়ে ৬ হাজারের বেশি মানুষ। এরমধ্যে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ায়।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র পরেই রয়েছে রাশিয়া, জার্মানি, ব্রাজিল, ইন্দোনেশিয়া ও স্পেন। বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৪৪ কোটি ৯৪ লাখের ঘর। অন্যদিকে মোট মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৬০ লাখ ৩৪ হাজার।

আজ বুধবার গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৬ হাজার ৭৯৭ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে দুই হাজারের বেশি। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬০ লাখ ৩৪ হাজার ৪৩৫ জনে। একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছে ১৫ লাখ ৯৯ হাজার ৮৮৩ জন। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪ কোটি ৯৪ লাখ ৮৯ হাজার ৯১০ জনে।

দক্ষিণ কোরিয়ায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ২ লাখ ২ হাজার ৭১৪ জন এবং মারা গেছেন ১৮৬ জন। দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে ২৯ হাজার ৩২২ জন এবং মারা গেছে ১ হাজার ১১৯ জন।

করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ৮ কোটি ১০ লাখ ১২ হাজার ৬৪৫ জন করোনায় আক্রান্ত হয়েছে এবং ৯ লাখ ৮৭ হাজার ৬০৬ জন মারা গেছে।

ইউরোপজুড়েও করোনা নতুন করে তাণ্ডব দেখাচ্ছে। রাশিয়ায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৬৫২ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছে ৬৬ হাজার ৫৭৬ জন। জার্মানিতে নতুন করে আক্রান্ত হয়েছে ১ লাখ ৯৩ হাজার ১৩ জন এবং মারা গেছে ৫৮৩ জন। যুক্তরাজ্যে নতুন করে আক্রান্ত ৬১ হাজার ৯০০ জন এবং মারা গেছে ২১২ জন। আর স্পেনে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ২৩ হাজার ১৪৯ জন এবং মারা গেছেন ২৮৫ জন।

লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫১৮ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৭৫ হাজার ৪৯৫ জন। করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৪৫ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৪ হাজার ৮০ জন। উল্লেখযোগ্য হারে কমেছে সংক্রমণ ও মৃত্যু।

facebook sharing button
twitter sharing button
whatsapp sharing button

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com