বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রফিকুল ইসলাম খান (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। রফিকুল ইসলাম ওই এলাকার আলী আজম খানের ছেলে এবং স্থানীয় একজন ওষুধ ব্যবসায়ী ছিলেন।
পরিবারের সদস্যরা জানায়, রফিকুল ইসলাম সকালে বিদ্যুতস্পৃস্ট হয়ে গুরুতর আহত হলে তাকে শের-ই বাংলা মেডিকেলের জরুরী বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
কোতয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন জানান, পরিবারের সদস্যদের আবেদনের প্রেক্ষিতে জেলা প্রশাসনের অনুমতি সাপেক্ষ তার মরদেহ ময়না তদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।