মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৪:৫৩ অপরাহ্ন

সিলেটে যেতে উদগ্রীব মুহিত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২
  • ১২২ বার

সিলেট আসতে উদগ্রীব সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। প্রিয় শহর সিলেট তাকে টানছে। অসুস্থ অবস্থায় তার মন পড়ে আছে সিলেটে। এরইমধ্যে তিনি ছোট ভাই পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের কাছে জানিয়েছেন সে কথা। সিলেট নেয়ার ব্যবস্থা করতে আবদার জানিয়েছেন। সিলেটের মানুষেরও ভালোবাসার কমতি নেই তার প্রতি। অসুস্থ হয়ে হাসপাতালে যাওয়ার পর তার জন্য সিলেটে মিলাদ ও দোয়া মাহফিল হচ্ছে। কাছের অনেকেই ছুটে যাচ্ছেন ঢাকার গ্রীন রোডের গ্রীনলাইফ হাসপাতালে।

দেখা করছেন তার সঙ্গে। এরইমধ্যে দেখা করে আসা তার কাছের জনেরা জানিয়েছেন, সিলেটে কেউ তাকে দেখতে গেলে তিনি খুশী হন। অসুস্থতার মধ্যে বসে বসে গল্প করেন। বিশেষ করে সিলেটের খোঁজখবর নেন। আওয়ামী লীগ সরকারের প্রথম দুই বারের অর্থমন্ত্রী ড. আবুল মাল আব্দুল মুহিত। মর্যাদাপূর্ণ সিলেট-১ আসনের এমপি ছিলেন। তার হাত ধরে সিলেট নগরীর উন্নয়নের আমুল পরিবর্তন হয়। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ খাতকে প্রাধান্য দিয়ে অবিরামভাবে সিলেটের উন্নয়ন করে গেছেন। বয়সের কারণে সর্বশেষ ২০১৮ সালের জাতীয় নির্বাচনে তিনি প্রার্থী হননি। নিজ থেকে চলে যান অবসরে। এমনটি সাধারণত কোনো রাজনীতিবিদের বেলায় ঘটেনি। মুহিতই কেবল ব্যতিক্রম। তবে- এমপি, মন্ত্রিত্ব থেকে সরে গেলেও জন্মের শহর সিলেটের সঙ্গে তার বন্ধন অটুট রয়েছে। মন্ত্রিত্ব থাকার সময় যেভাবে সবার সঙ্গে সম্পৃক্ত ছিলেন পরবর্তীতে সেভাবেই তিনি সম্পৃক্ত থাকেন। এখন তিনি সিলেটের আদি প্রতিষ্ঠান মুসলিম সাহিত্য সংসদের সভাপতিও। সর্বশেষ ২০১৯ সালে সাড়ম্বরে সিলেটের রবীন্দ্র শত বার্ষিকী উদ্‌যাপন করেন। আর এ উদ্‌যাপন হয়েছিল তার নেতৃত্বে। সিলেটের সব অঙ্গনের মানুষ মিশে গিয়েছিল ওই আয়োজনে। করোনাকালে থমকে গিয়েছিল সবকিছু। আশি ঊর্ধ্ব বয়সের এ নেতাকে করোনা বিচ্ছিন্ন করে সিলেট থেকে। করোনার কারণে তার গত প্রায় দুই বছরের অধিক সময় থেকে সিলেটে আসা হয়নি। মাঝেমধ্যে সিলেট থেকে রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ তার সঙ্গে দেখা করেন। গত বছরের জুলাই মাসের শেষ দিকে করোনা আক্রান্ত হয়েছিলেন মুহিত। পরে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা গ্রহণ শেষে সুস্থ হয়ে বাসায় ফেরেন। এরপর থেকে শারীরিকভাবে তিনি দুর্বল হয়ে পড়েন। গত শনিবার ফের অসুস্থতা বোধ করলে গ্রীন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনো তিনি হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতালে ভর্তি করার পরদিন ছোটো ভাই ও পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন অবশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সুস্থ হয়ে উঠছেন। আগের চেয়ে তার শারীরিক অবস্থা অনেক ভালো। এদিকে, সাবেক এই অর্থমন্ত্রীর অসুস্থতার খবরে এরইমধ্যে তার খুব কাছের জনেরা ঢাকায় গিয়ে দেখা করেছেন। গতকাল দুপুরে হাসপাতালে তাকে দেখে এসেছেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী। হাসপাতাল থেকে বেরিয়ে তিনি ফেসবুক স্ট্যাটাসে সাবেক এই মন্ত্রীর সঙ্গে বসা কয়েকটি ছবি পোস্ট করেন। এতে তিনি উল্লেখ করেন, ‘মাননীয় সাবেক সফল অর্থমন্ত্রী, সিলেটের রত্নগর্ভা সন্তান- জনাব আবুল মাল আব্দুল মুহিত সাহেবকে দেখতে হাসপাতালে। আমাকে দেখেই স্বভাব সুলভ বক্তব্য শফিক চৌধুরী তুমি তো দেশে পারমানেন্ট হয়েই গেলা… জি স্যার, শরীরের অবস্থা জানতে চাইলে বলেন, আগের চেয়ে বেটার, আগামী ১৪ তারিখে সিলেট আসছি।’ শফিকুর রহমান চৌধুরী জানিয়েছেন, ‘সাবেক অর্থমন্ত্রী সিলেটে আসতে চাইছেন। বলেছেন, ১৪ তারিখ সিলেটে আসতে চান। কিন্তু তিনি এখনো হাসপাতালে। যাওয়া সম্ভব কি-না; সেটি এখনো নিশ্চিত নয়। তবে- সিলেটে আসার জন্য তিনি উদগ্রীব। ঢাকায় থাকলেও তার মন পড়ে আছে সিলেটে। হাসপাতালে আমার সঙ্গে বসে তিনি সিলেট সম্পর্কিত নানা বিষয়ে আলোচনাও করেছেন।’ তিনদিন আগে হাসপাতালে থাকা মুহিতকে দেখতে যান সিলেট সদর উপজেলা আওয়ামী লীগ নেতারা। এ সময় তাদের সঙ্গে হাসপাতালের কেবিনে বসে স্বাভাবিকভাবে কথা বলেন তিনি। জানান, সিলেটে আসতে চান। এবার সিলেটে এলে বেশিদিন থাকবেন বলেও জানান। বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের সিলেট ব্যুরো প্রধান ও সদর উপজেলা আওয়ামী লীগ নেতা মকসুদ আহমদ মকসুদ জানিয়েছেন, ‘মুহিত স্যার সিলেটে আসতে চান। এরইমধ্যে তিনি তার ছোটো ভাই পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনকে জানিয়েছেন সে কথা। মুহিত স্যারের শৈশব ও কৈশরের শহর সিলেট। এমসি কলেজের ছাত্র ছিলেন। আর মন্ত্রী থাকাকালে সিলেটের মানুষের সঙ্গে তিনি মিশে গিয়েছিলেন। এজন্য সিলেটের মানুষও তার জন্য অপেক্ষায়। কিন্তু শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে সিলেট আনা যাচ্ছে না। পরিবার থেকে এ নিয়ে চিন্তাভাবনা করা হচ্ছে। তবে- ডাক্তারের ইতিবাচক সাড়া পাওয়া গেলে তাকে সিলেটে নিয়ে আসা হবে জানান মকসুদ।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com