কক্সবাজার সমুদ্রে গোসল করতে নেমে শাহেদ হোসেন বাপ্পী (১৮) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টায় কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্ট থেকে তার মৃতদেহ উদ্ধার করে লাইফগার্ডের সদস্যরা।
এর দেড় ঘণ্টা আগে ওই পয়েন্টে গোসল করতে নেমে নিখোঁজ হন সেই কলেজছাত্র। নিহত বাপ্পী রামু উপজেলার তেসসিপুল এলাকার শামসু আলমের ছেলে। সে রামু কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।
কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) সৈয়দ মুরাদ ইসলাম জানান, সকালে শাহেদ হোসেন বাপ্পী ও তার আরেক বন্ধু সাগরে গোসল করতে নামেন। এর মধ্যে স্রোতের টানে দুইজনই ভেসে যান। তবে একজনকে উদ্ধার করা হলেও শাহেদ হোসেন স্রোতের টানে হারিয়ে যান। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।