ইউক্রেনের অলভিয়া বন্দরে রাশিয়ার রকেট হামলায় নিহত ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজের নাবিক হাদিসুর রহমানের লাশ আগামীকাল রোববার দেশে আনা হবে। রোমানিয়ার রাজধানী বুখারেস্ট থেকে শনিবার দিবাগত রাতে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে তার লাশ বহনকারী বিমান।
বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের (বিএমএমওএ) সাধারণ সম্পাদক মেরিন ইঞ্জিনিয়ার মো. সাখাওয়াত হোসাইন জানান, শুক্রবার রাত ১২টার দিকে হাদিসুরের লাশ বুখারেস্ট বিমানবন্দরে পৌঁছায়। রোববার রাত ৮টায় তার্কিশ এয়ারের একটি ফ্লাইটে ঢাকায় আসবে হাদিসুরের লাশ।
এর আগে হাদিসুরের লাশ নিয়ে একটি ফ্রিজারভ্যান শুক্রবার বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টায় মলদোভা হয়ে রোমানিয়ায় যাত্রা করে। সন্ধ্যা সাড়ে ৭টায় মলদোভা সীমান্ত থেকে রোমানিয়া বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা তার লাশ গ্রহণ করেন।
২ মার্চ ইউক্রেনের অলভিয়া বন্দরে আটকে পড়ে বাংলাদেশী জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’ হামলার শিকার হয়। এতে জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাদিসুর রহমান নিহত হন। জাহাজে ২৯ জন বাংলাদেশী নাবিক ছিলেন। জীবিত ২৮ নাবিক এবং নিহত হাদিসুরের লাশ ৩ মার্চ বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টার দিকে ইউক্রেনের একটি বাংকারে নেয়া হয়। সেখান থেকে জীবিতদের নিরাপদে রোমানিয়ায় নিয়ে যাওয়া হয়। গত ৯ মার্চ দুপুর ১২টার দিকে তারা দেশে ফিরেছেন। হাদিসুরের লাশ এখন দেশে আসার পথে।