ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কায়ানি বলেছেন, ইউক্রেনের চলমান পরিস্থিতির জন্য বিশ্বাসের অযোগ্য, দুর্বল ও অক্ষম আমেরিকাই দায়ী।
তিনি গতকাল মঙ্গলবার তেহরানে আইআরজিসি’র কমান্ডার ও জওয়ানদের এক সমাবেশে দেয়া বক্তৃতায় একথা বলেন।
তিনি বলেন, আমেরিকা হাজার হাজার কিলোমিটার দূরে নিরাপদ অবস্থানে থেকে ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে উসকে দিয়েছে। রাশিয়া কোনো কারণে হামলা করলে ইউক্রেনকে রক্ষা করা হবে বলেও ওয়াশিংটন কিয়েভকে প্রতিশ্রুতি দিয়েছিল।
জেনারেল কায়ানি বলেন, কিন্তু যখন সত্যিকার হামলা শুরু হলো তখন ইউক্রেনের পাশে আমেরিকা বা ন্যাটো কিংবা ইউরোপের কেউ নেই।
কুদস ফোর্সের কমান্ডার এই বাহিনীর সাবেক কমান্ডার লে. জেনারেল কাসেম সোলাইমানির হত্যাকাণ্ডের কথা স্মরণ করে বলেন, এই মহান বীর সেনা ও তার সহযোগীদের রক্তের বিনিময়ে কুদস ফোর্স আজ শক্তিমত্তার নতুন উচ্চতায় নিজের স্থান করে নিয়েছে।
সূত্র : পার্সটুডে