জামালপুরে ফ্যামেলি কার্ডের মাধ্যমে নিম্ন আয়ের পরিবারের জন্য স্বল্প মূল্যে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে।
রবিবার দুপুরে সদর উপজেলার শরিফপুর ইউনিয়নে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন। এ সময় সদর উপজেলা চেয়ারম্যান আবুল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান উপস্থিত ছিলেন।
এদিকে একই সময়ে জামালপুর পৌরসভার পাথালিয়া এলাকায় টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন জামালপুরের জেলা প্রশাসক মুর্শেদা জামান। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোখলেছুর রহমান, পৌর মেয়র ছানোয়ার হোসেন, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকাম, এমএ জলিল প্রমুখ উপস্থিত ছিলেন। জামালপুরের ৭টি উপজেলা, ৮টি পৌরসভা ও ৬৮টি ইউনিয়নের ২৪৪টি স্পটে পর্যায়ক্রমে ২ লাখ ৩৩ হাজার ৭২৪টি পরিবারের মাঝে ফ্যামেলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রয় করা হবে।