সিঙ্গাপুরে চিকিৎসাধীন ঢালিউডের জনপ্রিয় নায়ক ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক ভালো আছেন। তাকে নিয়ে গুজব না ছড়ানোর অনুরোধ জানিয়েছেন তার স্ত্রী ফারহানা পাঠান। শনিবার রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ফারুকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। এ ঘটনায় তার পরিবার বিব্রতকর অবস্থায় পড়েছে।
ফারহানা পাঠান আজ রোববার বলেন, ‘আল্লাহর রহমতে উনি (ফারুক) ভালো আছেন। এখন হাসপাতালের কেবিনে আছেন। এর আগেও ওনার মৃত্যুর গুজব ছড়িয়েছিল। আবার কেন ছড়াল বুঝতে পারছি না।’
ফারহানা পাঠান আরও বলেন, ‘বর্ডার বন্ধ থাকায় আমার মেয়ের সঙ্গে অনেক দিন আমাদের দেখা নাই। দুই দিন আগে আমার মেয়ে প্রায় ১৩ মাস পর সিঙ্গাপুরে এসেছে। ও আমাদের না জানিয়ে এসেছে। তাই হাসপাতালের বারান্দায় ওকে দেখেই আমি হাউমাউ করে কাঁদতে শুরু করি। সেই কান্নার দৃশ্য এখানকার অনেকে দেখেছেন। আমি মূলত অনেক দিন পর মেয়েকে দেখার আনন্দে কেঁদেছি। সেই কান্না দেখে হয়তো কেউ কেউ মৃত্যুর গুজবটি ছড়িয়ে থাকতে পারে।’